বুধবারই ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন রবিন উথাপ্পা। টুইটারে জানিয়ে দিলেন, "দেশ এবং রাজ্য কর্ণাটক সংস্থার প্রতিনিধিত্ব করার মত সম্মান পেয়েছি। সমস্ত ভালো বিষয়েরই একটা শেষ থাকে। কৃতজ্ঞচিত্তে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।"
টুইটারে তিনি আরও লেখেন, "পেশাদারি ক্রিকেটে ২০ বছর অতিক্রান্ত। পুরো যাত্রা পথেই উত্থান-পতনের সাক্ষী থেকেছি। সমস্ত অভিজ্ঞতাই মানুষ হিসাবে আমাকে সমৃদ্ধ করেছে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।"
গুয়াহাটিতে ওয়ানডে কেরিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপরে জাতীয় দলের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন। ১৩টি আন্তর্জাতিক টি২০-তেও অংশ নিয়েছেন। দুই ফরম্যাটে তাঁর রানসংখ্যা যথাক্রমে ৯৩৪ এবং ২৪৯।
ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং স্টাইলের জন্য বিখ্যাত। মারকুটে মেজাজে বোলারদের ওড়াতে প্রসিদ্ধ। ২০১৪-য় কেকেআরকে চ্যাম্পিয়ন করার অন্যতম নেপথ্য নায়ক তিনি। গৌতম গম্ভীরের নেতৃত্বে নাইট রাইডার্স সেবার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। সেই সিজনে রবিন উথাপ্পা ১৩৮ স্ট্রাইক রেটে ৬৬০ রান করেছিলেন।
বিস্তারিত আসছে..