/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/federer.jpeg)
টেনিস দুনিয়ায় বিরাট ঘোষণা করলেন রজার ফেডেরার। পেশাদারি কেরিয়ারকে বিদায় জানালেন কিংবদন্তি। চলতি সেপ্টেম্বরেই লেভার কাপ লন্ডন শুরু হচ্ছে। সেই টুর্নামেন্টের পরেই টেনিস সার্কিটকে বিদায় জানাবেন তারকা।
সর্বকালের শ্রেষ্ঠ টেনিস নক্ষত্র মানা হয় ফেডেরারকে। তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্নই নেই। বর্ণময় কেরিয়ারে ২০ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নাদাল-জকোভিচের পর মেন্স সিঙ্গলসে এত বেশি গ্র্যান্ড-স্ল্যাম খেতাব আর কারোর নেই। এর মধ্যে উইম্বলডনই জিতেছেন ৮'বার। ২০২১-এর উইম্বলডন থেকে বিদায় ঘটেছিল। তারপরে সার্কিটে দেখা যায়নি তারকাকে।
To my tennis family and beyond,
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN— Roger Federer (@rogerfederer) September 15, 2022
৪১ বছরের তারকা চোট আঘাতে বিপর্যস্ত ছিলেন। উইম্বলডনে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপরে অস্ত্রোপচারও হয়েছিল তারকার। তারপরে ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল তাঁর। কেরিয়ার আর দীর্ঘায়িত না করে শেষমেশ অবসর নিয়েই ফেললেন তিনি।
চলতি বছরের শুরুতে উইম্বলডন সেন্টার কোর্টের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। বলেছিলেন লন্ডনে শেষবারের মত খেলতে চান তিনি। বাসেলে ঘরের মাঠে ফিরবেন, এমনটাই ভাবা হয়েছিল। তবে পরপর তিনটে অস্ত্রোপচার চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল ফেডেরারকে।
ফেডেরার শেষবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৮-য়। অস্ট্রেলিয়ান ওপেন নিজের খেতাব ডিফেন্ড করেছিলেন ২০১৯-এ উইম্বলডনের ফাইনালে উঠলেও সার্বিয়ান নোভাক জকোভিচের কাছে হেরে যান।