যুক্তরাষ্ট্র ওপেনে অঘটন। ছিটকে গেলেন বিশ্বের দু’নম্বর রজার ফেডেরার। চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ান জন মিলম্যানের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গেল সুইস রাজপুত্রের। টুর্নামেন্টের অবাছাই মিলম্যান জিতলেন ৩-৬ ৭-৫ ৭-৬ (৭) ৭-৬ (৩) সেটে।
সোমবার নিউ ইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম গেম থেকেই ছন্নছাড়া দেখাচ্ছিল পাঁচবারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ফেডেরারকে। যদিও ব্রেক পয়েন্ট পেতে ফেডেরারের সঙ্গে লড়তে হল মিলম্যানকে। কিন্তু বিশ্বের ৫৫ নম্বরের থেকে ৬-৩ প্রথম সেট জিতে নেন ফেডেরার।
দ্বিতীয় সেটে ফেডেরার ভাল খেলছিলেন। ৫-৪, ৪০-১৫ এগিয়েও ধরে রাখতে পারলেন না অগ্রগমন। অজি খেলোয়াড় পরপর তিনটে গেম জিতে দ্বিতীয় সেট ৭-৫ ছিনিয়ে স্কোয়্যার করেন ম্যাচ। এরপরের দু’টো সেটে ফেডেরার-মিলম্যান দু’জনেই দুর্দান্ত লড়ে টাই-ব্রেক করেন। তিন ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে শেষ হাসি ছিনিয়ে নিলেন মিলম্যান।
ফেডেরার তাঁর কেরিয়ারে এই প্রথম যুক্তরাষ্ট্র ওপেনে এমন একজনের কাছে হারলেন যিনি টেনিসের ক্রমতালিকায় প্রথম পঞ্চাশের বাইরে। অন্যদিকে মিলম্যান প্যাট র্যাফটারের পর দ্বিতীয় অস্ট্রেলীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ফেড-এক্সকে হারালেন। র্যাফটার ১৯৯৯-তে জিতেছিলেন ফেডেরারের বিরুদ্ধে।