/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/CHOTO-1.jpg)
যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার (ছবি-টুইটার/যুক্তরাষ্ট্র ওপেন)
যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার। বুধবার শেষ আটের লড়াইয়ে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে নেমেছিলেন পাঁচবারের যুক্তরাষ্ট্র ওপেন চ্য়াম্পিয়ন ও ২০ বারের গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ী। রুদ্ধশ্বাস ম্য়াচে খেলা গড়ায় পাঁচ সেটে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের তিন নম্বরকে হারতে মানতে হয় বিশ্বের ৭৮ নম্বরের কাছে। রাজা রজারকে ৬-৩, ৪-৬, ৬-৩, ৬-৩, ৪-৬ ও ২-৬ সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন দিমিত্রভ।
Semifinal feels ☺@GrigorDimitrov | #USOpenpic.twitter.com/rIYfHGF98j
— US Open Tennis (@usopen) September 4, 2019
Respect after a thriller under the lights ????@GrigorDimitrov | #USOpenpic.twitter.com/jXhdVmCkob
— ATP Tour (@ATP_Tour) September 4, 2019
ফেডেরার এদিন শুরুটা দুরন্ত মেজাজে করেছিলেন। প্রথম সেটটাই তিনি দিমিত্রভের থেকে ছিনিয়ে নেন। জেতেন ৬-৩ সেটে। কিন্তু দিমিত্রভও অসাধারণ ভাবে ঘুরে দাঁড়ান। কেরিয়ারে এই প্রথম ফেডেরারে বিরুদ্ধে জয় পেলেন দিমিত্রভ। আর পৌঁছে গেলেন ফ্লাশিং মিডোর সেমিতে। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সুইস রাজপুত্রর প্রতিটি ভুলের ফায়দা নেন দিমিত্রভ। নিজের জানা শটের বৈচিত্র্য়ে ফেডেরারকে বেগ দিতে শুরু করেন তিনি।
আরও পড়ুন: ফেডেরারের বিরুদ্ধে গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেক নাগালের, ম্য়াচ হেরেও হৃদয় জিতলেন ভারতীয়
The first men's semifinal is set...
Who's your pick? ????#USOpen | @DaniilMedwed | @GrigorDimitrovpic.twitter.com/bndL7iM3CT
— US Open Tennis (@usopen) September 4, 2019
ম্য়াচের মোড় ঘুরে যায় চতুর্থ সেটে। দিমিত্রভ দুরন্ত লড়ে পাঁচটি ব্রেক পয়েন্টে ছিনিয়ে ম্য়াচ ২-২ করেন। অন্য়দিকে আবার ফাইনাল সেট শুরুর আগে ফেডেরার মেডিক্য়াল টাইমআউট নেন। আচমকাই তাঁর পিঠের ব্য়থা শুরু হয়। খেলা বেশ কিছুটা পরে শুরু হয়। কিন্তু দিমিত্রভ মোমেন্টাম হারাননি। কেরিয়ারের সেরা জয়টা ছিনিয়ে আনেন তিনি। তিন ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের শেষ হয়। শেষ চারে দিমিত্রভ খেলবেন ড্য়ানিল মেদভেদের বিরুদ্ধে।