/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rohan-bopanna.jpg)
পরের রাউন্ডে উঠলেন রোহন বোপান্না-ডেনিস শাপোলভ জুটি (টেনিস কানাডা টুইটার)
সিঙ্গলসে প্রথম রাউন্ডে বিদায় নিলেও সুমিত নাগাল মন জয় করে নিয়েছেন গোটা বিশ্বের। তবে ডাবলসে ভারতের পক্ষে খারাপ ও ভাল দুই খবরই রয়েছে। যুক্তরাষ্ট্র ওপেনে ভারতীয়দের পক্ষে ফলাফল মিশ্র হল। রোহন বোপান্না যেমন ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। তবে লিয়েন্ডার পেজ প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। রোহন বোপান্না যেমন তাঁর কানাডিয়ান পার্টনার ডেনিস শাপোলভকে নিয়ে খেলতে নেমেছিলেন। বিপক্ষে ছিল টুর্নামেন্টের চতুর্থ বাছাই ফরাসি জুটি পিঁয়ের হুগ্যে হার্বার্ট-নিকোলাস মাহুত। সেই ম্যাচে ৫৫ মিনিটে ইন্দো-কানাডিয়ান জুটি হারিয়ে দিল ফরাসি জুটিকে। খেলার ফলাফল ৬-৩, ৬-১।
বোপান্না-শাপোলভ সার্ভে পয়েন্ট খুইয়েছিলেন দু-বার। তবে ফরাসি জুটি তার ফায়দা নিতে পারেনি। সাতবারের মধ্যে বোপান্নারা প্রতিপক্ষ ফরাসি জুটির সার্ভ ব্রেক করেন ছয়বারই। লিয়েন্ডার পেজের পক্ষে অবশ্য যুক্তরাষ্ট্র ওপেন মোটেই ভাল কাটল না। লিয়েন্ডার পেজ-গিলের্মো দুরান জুটি সার্বিয়ার মিওমির কেসম্যানোভিচ এবং নরওয়ের ক্যাসপার রুডের কাছে হেরে বসলেন শুরুতেই। স্ট্রেট সেটে লিয়েন্ডারদের পক্ষে খেলার ফলাফল ৫-৭, ২-৬।
News Flash: Star pairing of Rohan Bopanna & Denis Shapovalov knock OUT 4th seeds & 4 time Grand Slam champions Herbert/Mahut 6-3, 6-1 in 1st round of US Open.
And it was over in just 55 mins. Wow! #USOpenpic.twitter.com/7Ak4oz4aKO— India_AllSports (@India_AllSports) August 30, 2019
আরও পড়ুন রাজা রজারের প্রশংসা কুড়ালেন নাগাল, আরও সেট জিততে পারলে খুশি হতেন তিনি
ফেডেরারের বিরুদ্ধে গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেক নাগালের, ম্য়াচ হেরেও হৃদয় জিতলেন ভারতীয়
স্বপ্নের গ্র্যান্ড স্ল্যাম অভিষেকে নাগালের প্রতিদ্বন্দ্বী ফেডেরার
লিয়েন্ডারদের পাশাপাশি ভারতীয় হিসেবে হারের খাতায় নাম লেখালেন অংশগ্রহণকারী অন্য ভারতীয় দ্বিবীজ শরণ। দ্বিবীজ শরণ ও মোনাকোর হুগো ন্যাস জুটি প্রথম রাউন্ডেই হারল রবার্ট কার্বালেস বায়েনা এবং ফ্রেডেরিকো ডেলবনিসের কাছে। ক্রমতালিকার একশোর বাইরে থাকা প্রতিপক্ষদের বিপক্ষে দ্বিবীজদের হারতে হল স্ট্রেট সেটে। ফলাফল ৪-৬, ৪-৬।
Read the full article in ENGLISH