New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ROHIT-1.jpg)
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা
Rohit Sharma: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শুক্রবার (৪ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচ খেলতে নেমেছে। লখনউয়ে আয়োজিত এই ম্য়াচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু, যখন তিনি দলের প্রথম একাদশ ঘোষণা করেন, তখনই সবথেকে চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান। হার্দিক পান্ডিয়া স্পষ্ট বললেন, আজকের ম্য়াচে রোহিত শর্মা খেলবেন না। পাশাপাশি জসপ্রীত বুমরাহকে নিয়েও তিনি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন।
টস জেতার পর মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants vs Mumbai Indians live updates ) দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, উইকেট দেখে যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে। এই উইকেট কেমন ব্যবহার করবে, সেই ব্যাপারে কোনও ধারণা নেই বলেই জানান তিনি। পরেরদিকে শিশির একটা ফ্যাক্টর হতে পারে। সেকারণে রান তাড়া করাই শ্রেয় বলে তাঁর মনে হয়েছে।
এরপর মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তখন হার্দিক (Hardik Pandya) বলেন যে রোহিত শর্মা এই ম্য়াচে খেলছেন না। হার্দিক জানান, রোহিতের হাটুতে চোট লেগেছে। সেকারণে শুক্রবারের ম্য়াচটা তিনি খেলতে পারছেন না। কিন্তু, রোহিতের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
রোহিত শর্মার ব্যাটিং নিয়ে গত কয়েকমাস ধরেই সমালোচনার ঝড় বইছে। চলতি বছর শুরুর দিকে আয়োজিত সিডনি টেস্টে এই খারাপ ব্যাটিং পারফরম্য়ান্সের জন্যই রোহিত নিজের নাম টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে প্রত্যাহার করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হিটম্যানের ব্যাট সেভাবে জ্বলে উঠতে পারেননি।
এবার সেই খারাপ পারফরম্য়ান্সের প্রভাব আইপিএল ( IPL 2025) টুর্নামেন্টেও পড়়তে শুরু করেছে। গত তিনটে ম্য়াচে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স দলের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন। আর এই তিনটে ম্য়াচে তিনি যথাক্রমে ০ (চেন্নাই সুপার কিংস), ৮ (গুজরাট টাইটান্স) এবং ১৩ (কলকাতা নাইট রাইডার্স) রান করেছেন। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার জায়গা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকী, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্য়াচের শেষে নীতা আম্বানির সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখা যায় তাঁকে। শেষপর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামলেন না তিনি।
আর এখানেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা হিসেব মেলাতে পারছেন না। অনেকেই বলছেন, চোটের গল্পটা নেহাতই বাহানা। আসলে রোহিত শর্মাকে নাকি বাদ দেওয়া হয়েছে। রানের খরার জন্যই কি এমন সিদ্ধান্ত নেওয়া হল? সেটা আপাতত সময়ই বলবে।