গোটা বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অগণিত ভক্ত। দেশ হোক বিদেশের যেকোনও স্টেডিয়াম- টিম ইন্ডিয়াকে সমর্থন করতে গ্যালারিতে হাজির থাকেন হাজার হাজার সমর্থক। তবে ভারতীয় ক্রিকেটারদের অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতেও হয়েছে। অবাক হলেও এরকম একাধিক ঘটনা রয়েছে। জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার জানালেন, অস্ট্রেলিয়ায় একবার রোহিত শর্মা প্রবল গালিগালাজের মুখে পড়েন। প্রবাসী ভারতীয় সমর্থকরা কুৎসিত গালিতে ভরিয়ে দেন হিট-ম্যানকে।
লালান্টপ-এ সাক্ষাৎকারে প্রবীণ কুমার জানান, এরকমই এক অনভিপ্রেত ঘটনা। বিদেশে ভারত হেরে গেলে সমর্থকরা টিম ইন্ডিয়াকে প্রায়ই গালি দিত হতাশায়। "কারোর সঙ্গে কোনও দিন লড়াই করিনি। মেলবোর্নে একবার আমি, রোহিত শর্মা, মনোজ তিওয়ারি ছিলাম। হঠাৎ করেই কিছু ভারতীয় সমর্থক রোহিতকে গালি দিতে থাকে। শেষে থাকতে না পেরে রোহিত জবাব দেয়। আমরাও মুখ খুলি। আমাদের নিজেদের সমর্থকই আমাদের গালি দিচ্ছিল।" জানালেন প্রবীণ কুমার।
আরও পড়ুন: মানসিকভাবে ধ্বংস করে দিয়েছে BCCI! ছুটি পেয়ে পার্টি করতেই চিরতরে বাতিল বিধ্বংসী সুপারস্টার
কোহলিকে সবসময় নিজের ছোট ভাই বলে মানেন তিনি। জানালেন, "কোহলি একজন দুর্ধর্ষ মানুষ। কীভাবে রান করতে হয়, ওঁর থেকে ভালো আর কেউ জানে না। এই গুণের জন্যই ও আজকে এই উচ্চতায় পৌঁছেছে। নিজের ফিটনেস নিয়ে ও বরাবর যত্নশীল। নিজের ডায়েট নিয়ে সতর্ক থাকে। ও আমার নিজের ভাইয়ের মত।"
অধিনায়ক হিসেবে বেশি পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর জমানাতেই জাতীয় দলে ফুল হয়ে ফুটেছিলেন প্রবীণ কুমার। তারকা পেসার জানিয়েছেন, "ও মুখে কিছু বলে না। তবে কীভাবে একজন প্লেয়ারকে ব্যবহার করতে হয়, সেটা দারুণ জানত। বোলিং অনুযায়ী ফিল্ডিং সাজাতে পারে ও। দুরন্ত এক ক্যাপ্টেন মাহি। পরিস্থিতি অনুযায়ী ও বোলারের হাতে বল তুলে দিত।"