Advertisment

দুঃসময়ে ঋষভের পাশে দাঁড়াচ্ছেন নেতা রোহিত

বৃহস্পতিবার রোহিতের ব্যাটের ঝড়ে উড়ে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের দুরন্ত জয়েও ফের একবার খারাপ পারফরম্যান্সের কারণে শিরোনামে উঠে এসেছেন ঋষভ পন্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishabh Pant and Rohit Sharma

ঋষভ পন্থ ও রোহিত শর্মা (স্ক্রিনশট)

"পন্থকে অনুগ্রহ করে আর সমালোচনা করবেন না। বেশ কিছুদিন ওকে ওর মতো থাকতে দিন।" অন্য কেউ নয়, পন্থকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রোহিত। জানিয়ে দিলেন, আপাতত তিনি ওঁর পাশেই থাকছেন।

Advertisment

বৃহস্পতিবার রোহিতের ব্যাটের ঝড়ে উড়ে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের দুরন্ত জয়েও ফের একবার খারাপ পারফরম্যান্সের কারণে শিরোনামে উঠে এসেছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে নামতে হয়নি পন্থকে। তবে উইকেটের পিছনে এবার খারাপ পারফরম্যান্স করেছেন তিনি। লিটন দাসকে স্ট্যাম্প করার সময় উইকেটের সামনে থেকে বল সংগ্রহ করে স্ট্যাম্পিং করেছেন। তৃতীয় আম্পায়ার পরে রিভিউয়ের পরে নটআউট ঘোষণা করেছেন লিটনকে।

আরও পড়ুন আইপিএল পর্যন্ত নজরে পন্থ, বলছেন সৌরভ-লক্ষ্মণরা

তারপরেই চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন পন্থ। তবে পন্থ বারেবারে ব্যর্থ হলেও রোহিত পাশেই দাঁড়াছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানের। অভিভাবকের ছায়া নিয়ে পন্থকে সমর্থন করতে গিয়ে ক্যাপ্টেন রোহিত বলে দেন, "প্রতিদিন, প্রতি মুহূর্তে পন্থকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। মাঠে পন্থকে ওঁর মতো থাকতে দিন। ওঁর উপর থেকে চোখ সরিয়ে নিন আপাতত।"

এরপরে রোহিতের সংযোজন, "পন্থ একজন ভয়ডরহীন ক্রিকেটার। আমরা চাই নিজের মতো ও খেলুক। যদি আপনারা ওর উপরে চোখ সরিয়ে নেন, তাহলে পন্থ এমনিতেই ভাল খেলবে। ওর মাত্র ২২ বছর বয়স। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ ফেলতে বদ্ধপরিকর। তবে মাঠে পন্থের প্রতিটি মুভমেন্টের সমালোচনা করা হচ্ছে, এটা ঠিক নয়।"

প্রসঙ্গত, আইপিএলের পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতে ধরে রাখতে পারেননি তারকা ক্রিকেটার। ২২ ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি সহ ২০.৭০ গড়ে ৩৫২ রান করেছিলেন পন্থ। ওডিআইতেও পন্থ সেরকমভাবে সফল নন। ১২টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও অর্ধশতরানের মুখ দেখেননি।

তবে রোহিত পন্থের ভাল পারফরম্যান্স নিয়ে চর্চা করার উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, "পন্থ যখন ভাল খেলে সেদিকে বেশি ফোকাস করা উচিত। ও এখনও শিখছে। টিম ম্যানেজমেন্ট যা চাইছে, তাই মাঠে করে দেখানোর চেষ্টা করছে ও।"

Read the full article in ENGLISH

Rohit Sharma Rishabh Pant
Advertisment