রোহিত শর্মা একজন আদ্য়পান্ত পশুপ্রেমী। ভারতের সীমিত ওভারের ভাইস ক্য়াপ্টেন এবার গন্ডার সংরক্ষণের জন্য় ব্য়াট ধরলেন। আগামী ২২ সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে বা বিশ্ব গণ্ডার দিবস। সেই উপলক্ষ্য়ে ডব্লিউডব্লিউই ইন্ডিয়া ও অ্যানিমাল প্ল্য়ানেটের সঙ্গে রোহিত ফর রাইনোস (Rohit4Rhinos) প্রচার শুরু করলেন টিম ইন্ডিয়ার হিটম্য়ান। এক শৃঙ্গ গন্ডারদের সংরক্ষণের জন্য়ই কথা বলবেন রোহিত।