সীমিত ওভারের ক্রিকেটে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একমাত্র তাঁর পক্ষেই তিনটি ডাবল সেঞ্চুরি করা সম্ভব হয়েছে। কুড়ি ওভারের ক্রিকেটেও হিটম্যান আগুন জ্বালাচ্ছেন বাইশ গজে। চারটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। মুম্বইকর ছাড়া এই কীর্তি আর কারোর নেই।
এহেন রোহিত ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচে এক অনন্য নজির গড়লেন ক্যাপ্টেন হিসেবে। গত শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে ক্যাপ্টেন হিসেবে রোহিত ছাপিয়ে গেলেন এমএস ধোনি ও বিরাট কোহলিকে। রোহিত যা করলেন তা ধোনি-কোহলিও পারেননি।
আরও পড়ুন: কিংকে ছাপিয়ে নয়া নজিরের হাতছানি হিটম্যানের সামনে
নিউজিল্যান্ডের ১৫৮ রান তাড়া করতে নেমে রোহিত ২৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কেরিয়ারের ১৬ নম্বর আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরিটিও করে ফেলেন তিনি। পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসিবে রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোরও নজির গড়েছেন।
রেকর্ডের খাতা এখানেই শেষ হচ্ছে না। অধিনায়ক হিসেবে রোহিত ভারতকে ১৪বার নেতৃত্ব দিয়েছেন টি-২০ ম্যাচে। এর মধ্যে ১২বার জেতালেন তিনি। সমসংখ্যক ম্যাচে ক্যাপ্টেন হিসেবে ধোনি-কোহলি দেশকে আটবার জিতিয়েছেন। রোহিত এদিন যে এলিট ক্লাবের সদস্য হলেন সেই ক্লাবে তাঁর আগে ছিলেন মাত্র দু’জন। এখন পাকিস্তানের সরফরাজ আহমেদ ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে এক আসনে বসলেন। এনারা প্রত্যেকেই ১৪ ম্যাচে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে ১২ বার জিতেছেন। রোহিতের দুর্দান্ত ইনিংসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজে ফিরেছে। আগামিকাল হ্যামিলটনের সেডান পার্কে সিরিজের ফয়সলা ম্যাচে নামবে দু’দল। ডু-অর-ডাই ম্যাচে যে জিতবে সিরিজে নাম লেখাবে সে।
Indian Express Bangla provides latest bangla news headlines from around the world. Get updates with today's latest Sports News in Bengali.
Title: Rohit Sharma beats Virat Kohli, MS Dhoni:রোহিত যা করলেন তা ধোনি-কোহলিও ক্যাপ্টেন হিসেবে পারেননি
RRB NTPC Recruitment 2019: ১লক্ষ ৩০ হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ভারতীয় রেল
পার্থ চট্টোপাধ্যায়কে জাতীয়ে দলে সুযোগ করে দিন, সৌরভকে অনুরোধ করল এসএফআই
Lok Sabha Election 2019: আগে তৃণমূল পরে বিজেপি, প্রার্থী তালিকা নিয়ে কৌশলী মুরলীধর সেন লেন
‘কন্যাশ্রী’র পর ফের বাজিমাৎ! রাষ্ট্রসংঘে সমাদৃত মমতা সরকারের ‘উৎকর্ষ বাংলা’-‘সবুজ সাথী’
আজহার ইস্যুতে ভারতের পাশে ফ্রান্স, পুলওয়ামা ‘ভয়াবহ’, মন্তব্য ট্রাম্পের