Advertisment

শাস্ত্রী নয়, রোহিতের সেরা কোচ কে, জানিয়ে দিলেন তারকা

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন পন্টিং। তবে সেই মরশুমের মাঝপথেই পন্টিং সরে দাঁড়ান। ক্যাপ্টেন্সিপের ব্যাটন তুলে দেন রোহিতের হাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী নয়, রোহিত শর্মা এতদিন যত কোচের অধীনে খেলেছেন, তাঁদের মধ্যে রিকি পন্টিংকেই সেরা বাছলেন। কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত সরাসরি জানিয়ে দিলেন এই কথা।

Advertisment

আন্তর্জাতিক পর্যায়ে নয় আইপিএলেই কোচ পন্টিংয়ের সান্নিধ্যে খেলেছেন রোহিত। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন পন্টিং। তবে সেই মরশুমের মাঝপথেই পন্টিং সরে দাঁড়ান। ক্যাপ্টেন্সিপের ব্যাটন তুলে দেন রোহিতের হাতে।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত বলছিলেন, "সেরা কোচ বেছে নেওয়া বেশ কঠিন। কারণ প্রত্যেকেই কিছু না কিছু শিখিয়েছে। তবে আমার কাছে রিকি পন্টিং ম্যাজিকের মতো ছিলেন। আইপিএলের এক মরশুমের প্রথমার্ধে নেতা থাকাকালীন যেভাবে দল পরিচালনা করতেন আবার দ্বিতীয়ার্ধে আমার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন তাতে অসম্ভব সাহসের প্রয়োজন।"

সেই মরশুমের কথা জানাতে গিয়ে রোহিত আরও বলেন, "নেতৃত্ব ছাড়ার পরেও সাপোর্ট স্টাফ হিসাবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের নতুনদের গাইড করার পাশাপাশি আমাকেও অধিনায়ক হিসেবে মানিয়ে নিতে সাহায্য করতেন। ওঁর কাছে অনেক কিছু শিখেছি। পন্টিং সম্পূর্ণ ভিন্নধারার এক চরিত্র।"

ক্যাপ্টেন রোহিত অবশ্য কম যান না। আইপিএলের অন্যতম সফল তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে সাত মরশুম নেতৃত্ব দিয়ে চারবারই দলকে চ্যাম্পিয়ন করেছেন। শুধু নেতা হিসাবেই নয়, ব্যাট হাতেও ভেলকি দেখিয়েছেন হিট ম্যান। ১৮৮ আইপিএল ম্যাচে ৩১.৬০ গড়ে মোট ৪৮৯৮ করেছেন তিনি।

যাইহোক, পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় কেরিয়ারের সবথেকে দুঃখের মুহূর্তও জানান। তা হল ২০১১ বিশ্বকাপে সুযোগ না পাওয়া। রোহিত বলছিলেন, "আমাদের দেশে বিশ্বকাপ হচ্ছিল। ফাইনাল হলো আমাদেরই শহরে। সেই বিশ্বকাপেই সুযোগ পেলাম না।"

কিন্তু কেন সুযোগ পাননি সেই সময়ে? রোহিত অবশ্য খুল্লমখুল্লা জানাচ্ছেন, "আমার পারফরম্যান্সের কারণে। নিজের সেরা ফর্মে ছিলাম না সেই সময়ে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians Rohit Sharma IPL
Advertisment