Advertisment

Yashasvi Jaiswal dropped catches: ১টা নয়, ২টো নয়, ৩টে ক্যাচ মিস! যশস্বীকে মাঠেই 'ছিঁড়ে' ফেললেন ক্যাপ্টেন রোহিত

India vs Australia, Boxing Day Test: লোয়ার অর্ডারের উইকেট ফেলতে কালঘাম ছুটে গেল ভারতীয় বোলারদের। এর মধ্যেই সমস্যা হিসাবে হাজির হল জয়সওয়ালের ক্যাচ মিসের বহর।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma and Yashasvi Jaiswal

Rohit Sharma and Yashasvi Jaiswal: বারবার ক্যাচ মিস করলেন যশস্বী জয়সওয়াল (টুইটার)

Rohit Sharma body language after Yashasvi Jaiswal dropped catches: একটি নয়, দুটি নয়, তিনটি ক্যাচ ড্রপ করায় অধিনায়ক রোহিত শর্মার ক্ষোভের মুখে পড়লেন যশস্বী জয়সওয়াল। মেলবোর্ন ক্রিকেট মাঠে বিকেলের সেশনে যশস্বী তিনটি ক্যাচ ফেলেন। তাতেই ক্ষুব্ধ হন রোহিত।

Advertisment

তিনি হাত নাড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ৪র্থ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে, জসপ্রীত বুমরা কার্যত ওয়ান-ম্যান শো দেখান। ভারতের সহ-অধিনায়ক দ্রুত পরপর তিনটি উইকেট নেন। এতে ১০০ রান তোলার আগেই অস্ট্রেলিয়া ৬ উইকেট হারায়।

তারপরও ভারত আরও উইকেট পেত। কিন্তু, যশস্বী জয়সওয়াল তিননম্বর ক্যাচটিও ফেলে দেন। এরই মধ্যে একটি ক্যাচের ক্ষেত্রে রোহিত খেপে যান। তখনই হাত নাড়িয়ে নিজের ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেন।

প্রথম ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে। জয়সওয়াল ছিলেন লেগ গালিতে। খাজাকে বল করছিলেন বুমরা। সেই সময় বাঁ-হাতি ব্যাটার খাজার ক্যাচ ধরতে পারেননি। সেই সময় জয়সওয়াল খাজার কাছাকাছি ছিলেন। ফলে, ক্যাচটা ধরতে পারেননি বলে অজুহাত দেন।

Advertisment

কিন্তু, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে তিনি মারনাস লাবুসেনের ক্যাচও মিস করেন। এত সহজ ক্যাচ ছিল, যা নিয়ে কোনও অজুহাতই খাটে না। ওই সময় আকাশদীপের বলে লাবুসেন ব্যাট চালিয়েছিলেন। গালিতে জয়সওয়ালের হাতে ক্যাচ পৌঁছয়। তিনি সেটাই ফেলে দেন।

এছাডা়ও আরও একটি ক্যাচ মিস করেন যশস্বী। যা দেখে রোহিত তাঁকে বকাবকি করেন। ভারত অধিনায়কের শারীরিক ভাষা দেখে অন্তত তেমনটাই মনে হয়েছে। সম্প্রচারকারী সংস্থা রিপ্লে দেখানোর পর ধারাভাষ্যকার মার্ক নিকোলাস গোটা ঘটনাটি নিয়ে বলতে থাকেন। দেখা যায় যশস্বী জিভ কামড়ে, হাত নাড়িয়ে কার্যত ক্ষমা চাইছেন।

গোটা ঘটনায় জয়সওয়ালের দোষ থাকলেও ধারাভাষ্যকার মাইক হাসি রোহিতের শারীরিক ভাষারই সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন যে ক্যাচ ফেলার পর রোহিতের উচিত ছিল যশস্বীকে সান্ত্বনা দেওয়া।

এই প্রসঙ্গে হাসি বলেছেন, 'এটা কোনও অধিনায়কের শারীরিক ভাষা হতেই পারে না। হতে পারে, ও আবেগপ্রবণ। উইকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু, এটাও ঠিক যে ওই একমাত্র সেই লোক যে সবকিছু শান্ত রাখতে পারে। সবাইকে সান্ত্বনা দিতে পারে। ক্যাচ ফেলে দেওয়ার অর্থই হল, যিনি ফেলেছেন, তিনি লজ্জিত। বিশেষ করে মারনাস লাবুসেনের মত খেলোয়াড়ের ক্যাচ যদি কেউ ফেলে দেন তো, তিনি লজ্জিত হবেনই। তা সে যত নবীন খেলোয়াড়ই হোক না কেন।'

অজি তারকা অ্যালিসা হিলি বলেন, 'যশস্বী আর রোহিত তো ওপেনিং পার্টনার। তাঁদের একসঙ্গে ওয়াক আউট করতে হয়। ব্যাটিং শুরু করতে হয়। রান করতে হয়। দেশের হয়ে টেস্ট জেতার চেষ্টা করতে হয়।'

ক্যাচ ফেলে দেওয়ার তৃতীয় ঘটনাটি ঘটে ম্যাচের ৪৯তম ওভারে। সেই সময় যশস্বী সিলি পয়েন্টে ছিলেন। যশস্বীর ক্যাচ ড্রপের তৃতীয় ঘটনাটি ঘটে ম্যাচের ৪৯তম ওভারে। সেই সময় জয়সওয়াল সিলি পয়েন্টে ছিলেন। প্যাট কামিন্স ডিফেন্ড করার পর রবীন্দ্র জাদেজার একটি বলে ক্যাচ ওঠে আর সোজা জয়সওয়ালের হাতে চলে যায়। কিন্তু, যশস্বী এবারও সেই ক্যাচ ধরতে পারেননি।

যা দেখে রোহিতকে ফের চিৎকার করে উঠতে শোনা যায়। এসবের মধ্যেই অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ধ্বংস করে দেন বুমরা। মাত্র ১১ রানে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায়। স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯১।

বুমরা রবিবার ২৪ ওভারে ৫৬ রান দিয়ে ৭টি মেডেন এবং ৪টি উইকেট নিয়েছেন। সিরিজে ইতিমধ্যেই তিনি ২৯ উইকেট নিয়েছেন। তাঁর টেস্ট কেরিয়ারের ২০০তম উইকেটটিও এদিন নিয়েছেন বুমরা। সেটা ছিল ট্রাভিস হেডের উইকেট। ৪র্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৮২ ওভারে ৯ উইকেটে তুলেছে ২২৮ রান। ভারতের চেয়ে দুই ইনিংস মিলিয়ে ৩৩৩ রানে এগিয়ে।

Cricket Australia Australia Rohit Sharma
Advertisment