Rohit Sharma on his future: সিডনি টেস্টে তিনি কেন বাইরে? ব্যাখ্যা দিলেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'আমিই সরে দাঁড়িয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ফর্মের বাইরে থাকা খেলোয়াড়দের এখানে খেলানো যায় না। এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে কঠিন ছিল। তবে, সবদিক চিন্তা করে বলব যে সিদ্ধান্তটা বুদ্ধিমানের মতই নেওয়া হয়েছে।'
এর আগে সিডনি টেস্টে রোহিতের বিশ্রাম নেওয়া নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। মূলতঃ তিনটি কারণ সেই জল্পনায় ভেসে উঠেছিল। ১) তিনি নিজেই সরে গিয়েছেন। ২) রোহিত নিজেই বিশ্রাম নিয়েছেন। ৩) রোহিতকে বাদ দেওয়া হয়েছে। শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের সময় তাঁর এই টেস্ট না খেলার আসল কারণটা জানালেন।
তিনি হেসে বলেন, 'এই সব জল্পনার কোনওটাই নয়। আমি মাত্র ৫০টি শব্দেই আসল কারণটা বলব। কোচের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি ফর্মে নেই, রান করছি না। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের ফর্মে থাকা খেলোয়াড়দের দরকার। আমাদের ব্যাটারদের অনেকেই ফর্মে নেই। তাই বেশি ফর্মের বাইরে থাকা খেলোয়াড় খেলানোও যাবে না। সেই কারণে আমি এই ম্যাচ খেলছি না। এই সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে খুবই কঠিন ছিল। তবে, সবদিক ভাবলে- সিদ্ধান্তটা বুদ্ধিদীপ্ত হয়েছে। আমাকে আগে দলের কথা ভাবতে হবে। এর বাইরে ভাবার কোনও সুযোগ নেই।'
Team first, always! 🇮🇳
— Star Sports (@StarSportsIndia) January 4, 2025
📹 EXCLUSIVE: @ImRo45 sets the record straight on his selfless gesture during the SCG Test. Watch his full interview at 12:30 PM only on Cricket Live! #AUSvINDOnStar 👉 5th Test, Day 2 | LIVE NOW | #BorderGavaskarTrophy #ToughestRivalry #RohitSharma pic.twitter.com/uyQjHftg8u
পরে সাক্ষাৎকারে রোহিত সাংবাদিকদের আরও বলেন, এই মুহূর্তে তাঁর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তাঁর বিশ্বাস হারানো ফর্ম ফিরে পাবেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল যে রোহিত সিডনি টেস্ট খেলবেন না। বুমরা এই ম্যাচে অস্থায়ী অধিনায়ক।
টস করতে এসে বুমরাও রোহিতের না থাকার ব্যাপারটি নিশ্চিত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে সিলমোহর দেন। শুক্রবার সিডনি টেস্টের প্রথম দিন বুমরা বলেন, 'আমাদের অধিনায়ক (রোহিত) নেতৃত্ব দিয়েছেন। তিনি এই ম্যাচকে বিশ্রামের জন্য বেছে নিয়েছেন। এটাতেই স্পষ্ট যে আমাদের দলে ঐক্য আছে। দলের মধ্যে কোনও স্বার্থপরতা নেই। দলের স্বার্থই প্রধান। আমরা, দলের স্বার্থই দেখি।'
রোহিত চলতি সিরিজে এডিলেড ওভাল, ব্রিসবেনের গাব্বা এবং মেলবোর্নের এমসিজিতে খেলেছেন। তিন টেস্টে তাঁর স্কোর ৩, ৬, ১০, ৩, ৯। তারপরও অবশ্য রোহিত বলছেন, 'এই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তটা নেওয়া অত্যন্ত কঠিন ছিল। আমি এতদূর থেকে এসেছি। বাইরে বসতে বা ম্যাচ দেখতে আসিনি। আমাকে খেলতে হবে, আর দলকেও জেতাতে হবে।"
"২০০৭ সালে ভারতীয় দলের ড্রেসিংরুমে আসার প্রথম দিন থেকেই আমি জেনেছি যে দলকে জেতাতে হবে। বুঝতে হবে, দলের প্রয়োজন কী! দলকে আগে না রাখলে কোনও লাভ নেই। সেজন্যই আমরা এটাকে দল বলি। এটা ১১ জনের খেলা। এক বা দু'জনের নয়। তাই দলের যেটা প্রয়োজন, সেটা করার চেষ্টা করি।'