কোহলি, শাস্ত্রীর ওজর টিকল না! ফিট রোহিত অস্ট্রেলিয়া যাচ্ছেন টেস্ট খেলতে

রোহিত ফিট হয়ে যাওয়ায় জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে আর সংশয় রইল না। বোর্ড এখনো সরকারিভাবে রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়া নিয়ে বিস্তারিত জানায়নি।

রোহিত ফিট হয়ে যাওয়ায় জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে আর সংশয় রইল না। বোর্ড এখনো সরকারিভাবে রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়া নিয়ে বিস্তারিত জানায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে সুখবর রোহিত ভক্তদের জন্য। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিটনেস টেস্টে উত্তীর্ন হলেন হিটম্যান। এনসিএ-র ফিজিওরা ঘোষণা করে দিলেন, তিনি ফিট। সিরিজের শেষ দুই টেস্টে খেলতে নামবেন রোহিত।

Advertisment

আইপিএলে খেলার মাঝে চোট পেয়েছিলেন রোহিত। তারপরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এনসিএ ক্যাম্পে তারকা ক্রিকেটার যোগ দেন ১৭ নভেম্বর। শুক্রবারই রোহিতের ফিটনেস টেস্ট ছিল। সেখানেই উত্তীর্ন হন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "ও ফিটনেস টেস্টে পাস করেছে। এখন ওর ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই এবং নির্বাচকরা।"

আরো পড়ুন: চিনে মুসলিমদের উপর অত্যাচার, হুয়ায়েইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ফরাসি বিশ্বকাপজয়ীর

Advertisment

এর আগে অস্ট্রেলীয়গামী স্কোয়াডে প্রথমে রাখা হয়নি রোহিতকে। সেই সময় বোর্ডের বিবৃতিতে বলা হয়, রোহিত ও ইশান্তের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড। তারপর দেশ জুড়ে আলোচনা শুরু হওয়ার পর টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তারকাকে। তবে শর্ত থাকে একটাই, ফিট হয়ে আসতে হবে এনসিএ থেকে। এদিন ঠিক সেটাই করলেন তিনি।

দুবাইয়ে আইপিএলের পরেই জাতীয় দলের ক্রিকেটাররা বায়ো বাবলে প্রবেশ করেছিলেন। তবে রোহিত দেশে ফিরে যোগ দেন এনসির ক্যাম্পে।

রোহিতের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে এর আগে সংশয় প্রকাশ করেছিলেন রবি শাস্ত্রী, বিরাট কোহলি দুজনেই। শাস্ত্রী বলেই দিয়েছিলেন, সময় রোহিতের জন্য বড় বাধা। কোহলি আবার সরাসরি বলে দেন, "দল নির্বাচনের দু’দিন আগে আমরা একটা ই-মেল পাই। তাতে লেখা ছিল যে, আইপিএলের সময় রোহিত চোট পেয়েছে, তাই অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে ওর নাম বিবেচিত হবে না। এটাও বলা ছিল যে, ২ সপ্তাহের রিহ্যাবে থাকবে রোহিত। ওর উন্নতির দিকে নজর রাখা হচ্ছে। চোটের ধরণ সম্পর্কে রোহতিকে জানানো হয়েছে এবং ও সেটা বুঝতে পেরেছে। তার পরেই রোহিত মুম্বইয়ের হয়ে মাঠে নেমে পড়ে। তখন আমরা ভাবি ও আমাদের সঙ্গেই অস্ট্রেলিয়ার বিমান ধরবে। যদিও ও অস্ট্রেলিয়ার আসেনি। আমাদের কাছে কোনও খবর নেই ও কেন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসছে না।"

আপাতত রোহিত ফিট হয়ে যাওয়ায় জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে আর সংশয় রইল না। বোর্ড এখনো সরকারিভাবে রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়া নিয়ে বিস্তারিত না জানালেও সূত্রের খবর কোয়ারেন্টাইন পর্ব সেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে অংশ নেবেন তিনি। তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Rohit Sharma