Rohit Sharma Early Dismissal: একসঙ্গে তিনজন 'ওপেন' ভারতের! রোহিত আউট হতেই ঝাঁঝালো আক্রমণে হিটম্যান

India vs Australia, Boxing Day Test: ব্যাটে রানের দেখা আবারও নেই রোহিতের। মেলবোর্নে সহজ উইকেটে খেলতে নেমেও দ্বিতীয় ওভারে ভুল শট সিলেকশনে আউট ক্যাপ্টেন।

India vs Australia, Boxing Day Test: ব্যাটে রানের দেখা আবারও নেই রোহিতের। মেলবোর্নে সহজ উইকেটে খেলতে নেমেও দ্বিতীয় ওভারে ভুল শট সিলেকশনে আউট ক্যাপ্টেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma dismissal

Rohit Sharma dismissal: আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন রোহিত শর্মা (টুইটার)

Rohit Sharma's form directly impacting his captaincy: এডিলেড ওভাল, ব্রিসবেনের গাব্বার পর মেলবোর্নের এমসিজিতেও খারাপ ব্যাটিং পারফরম্যান্সের ফাঁড়া কাটল না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ওপেনার পজিশনে নেমে ৫ বলে মাত্র ৩ রান করার পরে বিদায় নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

Advertisment

সেই সময় ভারতের রান দাঁড়ায় ৮/১। রোহিত পুল শট মারার চেষ্টা করেছিলেন। ব্যাটের কোণায় লেগে বল মিড-অনে সরাসরি স্কট বোল্যান্ডের হাতে চলে যায়। এনিয়ে রোহিত শর্মা তাঁর শেষ ১৪ টেস্ট ইনিংসে মাত্র ১৫২ রান করলেন। তাঁর এই খারাপ পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন রোহিতের শট দেখে বলেছেন, 'এটি কোনও শটই নয়। সত্যি এটি একটি মস্ত বড় ভুল শট।' এই সিরিজে এডিলেড ওভাল থেকে রোহিত খেলছেন। আগের দুটো টেস্টে অর্থাৎ এডিলেড ওভাল এবং ব্রিসবেনের গাব্বায় নেমেছিলেন ৬ নম্বরে। কারণ, ওপেনার হিসেবে পার্থ টেস্টে সফল হয়েছিলেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল।

Advertisment

রাহুল ধারাবাহিক ভালো খেললেও রোহিত ৬ নম্বরে নেমে আগের দুটো অর্থাৎ চলতি সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে লাগাতার ব্যর্থ হয়েছেন। এরপর মেলবোর্ন টেস্টে টসের পর তিনি জানান, এই টেস্টে ওপেন করবেন। সেইমত শুক্রবার ভারতের ব্যাটিংয়ের শুরুটা তিনি করলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। কিন্তু, কোনও লাভ হল না।

দলকে বিপদের মধ্যে ফেলে ভারতের ৮ রানের মাথায় বিদায় নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইতিমধ্যেই সমালোচকদের একাংশ রোহিতকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন। রোহিতের অবর্তমানে ভারত পার্থ টেস্ট জিতেছে। ইতিহাস তৈরি করেছে ২৯৫ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

আর, রোহিত দলের দায়িত্ব নেওয়ার পরই এডিলেড ওভালের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত ১০ উইকেটে হেরেছে। ব্রিসবেনের গাব্বায় ভারতের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে, বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ায় কোনওমতে ওই ম্যাচ ড্র করার সুফল পেয়েছে টিম ইন্ডিয়া।

Rohit Sharma Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy