Rohit Sharma dropped from BGT: এখনও অবসর ঘোষণা করেননি। তবে নির্বাচকরা তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন চলতি বর্ডার গাভাসকার সিরিজের পর তাঁকে জাতীয় দলের জার্সিতে আর ভাবা হচ্ছে না। সিডনি টেস্টের আগেই তাঁর কাছে বার্তা পৌঁছে গিয়েছে। জানা যাচ্ছে বিজিটি ট্রফির পর নির্বাচকদের তরফে কথাবার্তা চালানো হবে বিরাট কোহলির সঙ্গেও।
অস্ট্রেলিয়া সফরের পর টিম ইন্ডিয়ায় সাম্প্রতিককালের মধ্যে সবথেকে বড় রূপান্তর পর্ব চালু হয়ে যাবে। কোহলি-রোহিত নির্বাচকদের নিজস্ব পরিকল্পনায় না থাকলেও অন্য এক সিনিয়র তারকা রবীন্দ্র জাদেজা রয়েছেন স্বমহিমায়। জানা গিয়েছে, সিডনি টেস্টে যে রোহিতকে বাইরে রেখে দল নামবে, তা হেড কোচ গৌতম গম্ভীর নির্বাচক চেয়ারম্যান অজিত আগরকারের সঙ্গে বৈঠকেই চূড়ান্ত করেন।
পারথ এবং সিডনি টেস্ট বাদ দিয়ে বাকি তিন টেস্টের পাঁচ ইনিংসে রোহিতের রান যথাক্রমে ৩, ৬, ১০, ৩, ৯। চূড়ান্ত অফফর্মের প্রভাব পড়েছে নেতৃত্বেও। টসের সময়েই জসপ্রীত বুমরা বলে দেন, "আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা তাঁর নেতৃত্ব গুণ দেখিয়ে এই ম্যাচে বিশ্রাম নিচ্ছেন। এতেই স্পষ্ট আমাদের দলে চূড়ান্ত পর্যায়ে সংহতি রয়েছে। দলের সর্বোত্তম স্বার্থে যা করা প্রয়োজন, সেটাই করব আমরা।"
প্ৰশ্ন হল, শেষ মুহূর্তে ম্যাজিক ঘটিয়ে ভারত কোনওরকমে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও রোহিতের কি পুনরায় খেলার সম্ভবনা থাকবে? বর্তমানে যা পরিস্থিতি, তাতে রোহিতের জন্য দরজা প্রায় বন্ধই হয়ে গেল। ভারত এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে।
ভারতে ফিরলে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হবে। সম্প্রচারকারী চ্যানেলে কমেন্ট্রি করার সময় সুনীল গাভাসকার রাখঢাক না করে বলে দেন, "ভারত যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই না করে, তাহলে রোহিত হয়ত কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছে। পরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব শুরু হচ্ছে জুলাইয়ে ইংল্যান্ড সিরিজের মাধ্যমে।"
"নির্বাচকরা এমন কারোর সন্ধানে থাকবে যিনি ২০২৭-এর ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে কিনা, সেটা পরের ব্যাপার, তবে এটাই নির্বাচক কমিটি করতে চলেছে। টেস্ট ক্রিকেটে আমরা হয়ত রোহিত শর্মার শেষ ম্যাচ দেখে ফেলেছি।"
রোহিতকে নিয়ে রবি শাস্ত্রী পর্যন্ত বলে দিয়েছেন, "যদি সামনে হোম সিজন থাকত, তবে হয়ত রোহিত চালিয়ে যাওয়ার কথা ভাবতেন, কিন্তু আমার মনে হয় ও এই টেস্ট শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ওঁর-ও বয়স বাড়ছে। ভারতেও তরুণ প্রতিভার অভাব নেই। অনেক খুব ভাল খেলোয়াড় অপেক্ষায় রয়েছে এবং এখন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। কঠিন সিদ্ধান্ত, কিন্তু সব কিছুর জন্য একটি নির্দিষ্ট সময় থাকে।"