Advertisment

Rohit Sharma in Ranji Trophy: ছক্কা, চারের ফোয়ারা ব্যাটে! তবু হতাশায় ভাসিয়ে অল্প রানেই আউট রোহিত

Rohit Sharma in Ranji Trophy: আবার-ও রঞ্জি ট্রফিতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। মুম্বইয়ের জার্সিতে ভালো শুরু করেও ২৮ রানের বেশি করতে পারলেন না তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma in Ranji Trophy

Rohit Sharma in Ranji Trophy: রঞ্জিতে আবার-ও ব্যর্থ রোহিত শর্মা (এক্সপ্রেস ফটো অমিত চক্রবর্তী)

Rohit Sharma in Ranji Trophy: রণজি ট্রফিতে হতাশাজনক দ্বিতীয় ইনিংস রোহিত শর্মার। ভালো শুরু করেও লাগাতে পারলেন না কাজে। মুম্বইয়ের কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা রণজি ট্রফির দ্বিতীয় ইনিংসে আরও একবার ব্যর্থ হলেন। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে কিছু সময়ের জন্য দর্শকদের আনন্দ দিয়ে যেভাবে শুরু করেছিলেন, ভাবা হয়েছিল ভিন্টেজ রোহিতের প্রত্যাবর্তন ঘটেছে অবশেষে।

Advertisment

তবে বিনোদনের সেই ইনিংসের স্থায়িত্ব ছিল খুবই কম। ফর্মে না থাকা তারকা ইনিংসে ঝুঁকিপূর্ণ শট দেখা গেলেও তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। যুধবীর সিং, আকিব নবিদের সামনে রঞ্জিতে রোহিতকে ট্রেডমার্ক কাট, স্ট্রেট ড্রাইভে ছক্কা হোক বা পুল শটে মাঠের বাইরে বল ফেলে দেওয়া- সবই হাজির ছিল। তবে সেই ইনিংস টিকল না বেশিক্ষণ।

যুধবীরের বলেই মিড উইকেটে শেষমেশ ধরা পড়েন তিনি। ২৮ করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এর মধ্যে ক্যাচ মিস হওয়ায় একবার জীবন-ও পান তিনি। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর রোহিতের কাছ থেকে প্রত্যাশা ছিল, তিনি দ্বিতীয় ইনিংসে মুম্বইকে শক্ত অবস্থানে নিয়ে যাবেন।

কিন্তু শুরুটা ইতিবাচক হলেও, তিনি দ্রুত উইকেট হারান, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তার খেলা দেখে মনে হচ্ছিল, তিনি আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু সঠিক শট নির্বাচন করতে ব্যর্থ হন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এভাবে আউট হয়ে যাওয়া সমালোচকদের নজরে এসেছে। অনেকে মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও তার ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

Advertisment

বিশেষজ্ঞদের মতে, রোহিত শর্মার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছ থেকে আরও সংযত ও দায়িত্বশীল ইনিংস প্রত্যাশিত ছিল। মুম্বই দল যদিও রোহিতের ব্যর্থতার পরও লড়াই চালিয়ে যাচ্ছে, তবে তার ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। পরবর্তী ম্যাচে তিনি কিভাবে ঘুরে দাঁড়ান, সেটাই এখন দেখার বিষয়।

Rohit Sharma Ranji Trophy Cricket News
Advertisment