Advertisment

Rohit Sharma First Impression on Yuvraj: ইংরেজি জানত না, রাস্তা থেকে উঠে এসেছিল… রোহিতকে নিয়ে কদর্য মন্তব্য এবার যুবরাজের

Yuvraj Singh Teases Rohit Sharma: রোহিত শর্মার সঙ্গে যুবরাজ সিংয়ের পরিচয়টা অবশ্য দীর্ঘদিনের। দুজনেই ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh Teases Rohit Sharma: রোহিত শর্মা, যুবরাজ সিং

Rohit Sharma First Impression on Yuvraj: রোহিত শর্মাকে নিয়ে অনেক কথা খোলসা করলেন যুবরাজ সিং (টুইটার)

Yuvraj Singh Hilarious First Impression: ইংরেজিটা খুব খারাপ। বোরিভালির রাস্তা থেকে উঠে এসেছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা সম্পর্কে এমনই কদর্য মন্তব্য করতে শোনা গেল প্রাক্তন জাতীয় তারকা যুবরাজ সিংকে। দীর্ঘদিন ধরেই রোহিত শর্মা জাতীয় দলে রয়েছেন। আসন্ন টি২০ বিশ্বকাপে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

Advertisment

রোহিত শর্মার সঙ্গে যুবরাজ সিংয়ের পরিচয়টা অবশ্য দীর্ঘদিনের। দুজনেই ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। যুবরাজ যখন তাঁর কেরিয়ারের মধ্যগগনে, তখন রোহিত শর্মা সদ্য জাতীয় দলে ঢুকেছেন। রোহিত সর্বদা যুবরাজকে শ্রদ্ধা করতেন। কপিল শর্মা শো-এ এনিয়ে রোহিত এক মজার গল্পও শুনিয়েছিলেন।

সেখানে রোহিত বলেছেন, 'আমি যখন প্রথম জাতীয় দলে ঢুকি, সেই সময় একদিন টিম বাসে উঠেছি। ভুল করে যুবরাজ সিংয়ের সিটে বসে পড়েছিলাম। আমি জানতামই না খেলোয়াড়দের নামে আসন আছে। যুবরাজ দেখি, আমার চোখের দিকে তাকিয়ে আছেন। আমার পিছনের সিটে আরপি সিং বসেছিল। ওই জানাল যে এটা যুবরাজের সিট। আমি ভুল করে বসে পড়েছি।'

বর্তমানে রোহিতের বয়স ৩৭। অতীতের সেই সব দিনের কথা যুবরাজেরও অনেকটাই মনে আছে। সেনিয়ে যুবরাজ রসিকতা করে বলেছেন, 'ওর ইংরেজিটা খুবই দুর্বল ছিল। তবে, খুবই মজাদার ছেলে। ও মুম্বইয়ের বোরিভালির রাস্তা থেকে উঠে এসেছে বলে আমরা সবসময় ওকে খেপাতাম। কিন্তু, ও খুবই বড় মনের মানুষ।' আর, সেই সব কারণেই যুবরাজ এখন চান, রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া যাতে আসন্ন ২০২৪ টি২০ বিশ্বকাপ ক্রিকেটটা জেতে।

রোহিতের নেতৃত্বেই টিম ইন্ডিয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ফাইনালে হেরে গেলেও গোটা টুর্নামেন্টটা দুর্দান্ত খেলেছিল টিম রোহিত। এবারের টি২০ ক্রিকেট বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হতে চলেছে। সেখানেও রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ভালো কিছু করে দেখাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ক্রিকেট মাঠে গোপনাঙ্গে ভয়াবহ আঘাত! আইপিএলের সময়েই ভারতীয়র মৃত্যুতে শোকে ছারখার গোটা দেশ

যুবরাজ টি২০ বিশ্বকাপ ২০২৪-এর দূত। রোহিত এবং টিম ইন্ডিয়ার সাফল্যকে একসূত্রে গেঁথে প্রাক্তন জাতীয় তারকা বলেছেন, 'রোহিতের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বরপূর্ণ। কারণ, ও একজন ভালো অধিনায়ক। ও চাপের মধ্যে ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমরা যখন একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠলাম, তখন রোহিতই অধিনায়ক ছিল। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল জিতিয়েছে। আমার মনে হয়, টিম ইন্ডিয়ার রোহিতেরই মত একজন অধিনায়ক দরকার।'

Yuvraj Singh Rohit Sharma Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment