Rohit Sharma Fitness: 'প্রতিদিন সকালে উঠে...' রোহিতের ফিটনেস নিয়ে আবারও উঠল প্রশ্ন

Rohit Sharma Fitness: রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বললেন, রোহিত নিশ্চিতভাবে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। গত ৩-৪ বছর আগেও আমরা যে রোহিত শর্মাকে দেখেছি, তাঁর সঙ্গে এই মানুষটার কোনও সম্পর্ক নেই।

Rohit Sharma Fitness: রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বললেন, রোহিত নিশ্চিতভাবে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। গত ৩-৪ বছর আগেও আমরা যে রোহিত শর্মাকে দেখেছি, তাঁর সঙ্গে এই মানুষটার কোনও সম্পর্ক নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma Fitness

রোহিত শর্মার ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন

২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে গত ২ ম্য়াচে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্য়ানের এমন ব্যাটিং পারফরম্য়ান্স দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান করতে পারেননি রোহিত। আর গত ২৯ মার্চ আয়োজিত গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও হিটম্য়ানের ব্যাট গর্জন করতে পারেনি। রোহিত এই কাটা ঘায়ে কার্যত নুন ছেটালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। হিটম্য়ানের ফিটনেস নিয়েও অস্বস্তিকর প্রশ্ন তুললেন তিনি।

Advertisment

রোহিত শর্মার ফিটনেস নিয়ে তুললেন প্রশ্ন

রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। তিনি বললেন, রোহিত নিশ্চিতভাবে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। গত ৩-৪ বছর আগেও আমরা যে রোহিত শর্মাকে দেখেছি, তাঁর সঙ্গে এই মানুষটার কোনও সম্পর্ক নেই। রোহিত নিজের কেরিয়ারে এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে প্রতিদিন সকালে উঠে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। সঞ্জয়ের কথায়, রোহিতকে আপাতত কঠোর পরিশ্রম করতে হবে। এবার বেশ কয়েকটা বিষয় হাতের বাইরে বেরিয়ে যেতে বসেছে। ওকে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতেই হবে।

রোহিতের কথা যদি বলতে হয়, তাহলে চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ বলে ০ রান করে খলিল আহমেদের বলে আউট হয়ে যান। এরপর দ্বিতীয় ম্য়াচে রোহিতের ব্যাট থেকে মাত্র ৮ রান বেরিয়ে আসে। এই ম্য়াচে মহম্মদ সিরাজ তাঁকে ক্লিন বোল্ড করে দেন।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্য়ান্সের সমালোচনা

২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ২ ম্য়াচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের পারফরম্য়ান্স নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর বললেন, রায়ান রিকলটন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। সেক্ষেত্রে ভারতীয় উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ওর কিছুটা হলেও সময় লাগবে। এবি ডিভিলিয়ার্স এবং হেনরিক ক্লাসেনের কথা বাদ দিলে দক্ষিণ আফ্রিকার খুব বেশি ব্যাটার ভারতীয় উইকেটে সাফল্য অর্জন করতে পারেননি। সেকারণে রিকলটনকে পর্যাপ্ত সময় দিতে হবে। মুম্বইয়ের কাছে সূর্যকুমার যাদব, রবিন মিনজ, তিলক বর্মার মতো ক্রিকেটার রয়েছে। ফলে এই দলের ব্যাটিং লাইনআপ আরও মজবুত করতে হবে।

Sanjay Manjrekar IPL Mumbai Indians Rohit Sharma