Rohit Sharma Furious at Akash Deep: মাথায় কী আছে! মেজাজ হারিয়ে আকাশদীপকে মাঠেই ভয়ঙ্কর অপমান রোহিতের, ভাইরাল ভিডিওয় চরম বিতর্ক

India vs Australia Border Gavaskar Trophy: বুমরাকে বাদ দিয়ে কোনও ভারতীয় পেসারই প্রভাব ফেলতে পারছেন না। এমন সময়েই আকাশ দীপের ভুলে মেজাজ যেন তিতিক্ষে চড়ল রোহিতের।

India vs Australia Border Gavaskar Trophy: বুমরাকে বাদ দিয়ে কোনও ভারতীয় পেসারই প্রভাব ফেলতে পারছেন না। এমন সময়েই আকাশ দীপের ভুলে মেজাজ যেন তিতিক্ষে চড়ল রোহিতের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma angry at Akash Deep in Brisbane cricket match:

Rohit Sharma angry at Akash Deep in Brisbane cricket match: আকাশ দীপকে মাঠেই একহাত রোহিত শর্মার (টুইটার)

Rohit Sharma Furious at Akash Deep Over Brisbane Blunder: ব্রিসবেনের গাব্বায় ম্যাচ চলাকালীন ভুলের জন্য বোলার আকাশদীপের ওপর ক্ষিপ্ত হয়ে উঠলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। চিৎকার করে হতাশা প্রকাশ করলেন। স্টাম্প মাইকে ভারত অধিনায়কের কণ্ঠস্বর ধরা পড়েছে। যা শ্রোতা এবং দর্শকদের রীতিমতো আনন্দ জুগিয়েছে।

Advertisment

এমনিতে রোহিত মাঠে সহ খেলোয়াড়দের সঙ্গে প্রচুর কথাবার্তা বলেন। সেসব কথা সবসময় সাজানোগোছানো এবং পরিশীলিত হয় না। ফলে, তা দর্শক-শ্রোতাদের বেশ মজা দেয়। কখনও সখনও রোহিতের সেই সব কথাবার্তা সংবাদ শিরোনামেও উঠে আসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের ৩য় দিনে বোলার আকাশদীপের সঙ্গে রোহিতের এমনই কথাবার্তা স্টাম্প মাইকে ধরা পড়েছে। যা নজর কেড়েছে দর্শক এবং শ্রোতাদের।

আরও পড়ুন: যশস্বীকে আউট করে কুকুরের মত জিভ বের করে ভেংচি! ফের বিতর্কের উত্তাপ স্টার্কের, রইল ভিডিও

রবিবারই অস্ট্রেলিয়া ৭ উইকেটে তুলেছিল ৪০৫ রান। সোমবার, ১৬ ডিসেম্বর- সেখান থেকেই খেলা শুরু করেন অজিরা। মিডল অর্ডার ব্যাটার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড সেঞ্চুরি করে ভারতকে চাপে ফেলে দেন। হর্ষিত রানার জায়গায় এই ম্যাচে খেলতে নামা আকাশদীপ ১টি উইকেট পেয়েছেন।

Advertisment

সেটাই ছিল অস্ট্রেলিয়ার শেষ উইকেট। তার আগে আকাশদীপ ভালো বোলিং করলেও উইকেট পাচ্ছিলেন না। এই সময় আকাশদীপ ক্রিজের বাইরে একটি বল করলে রোহিত মেজাজ হারান। উইকেটরক্ষক ঋষভ পন্থকে ওই বাইরের বলে বাউন্ডারি ঠেকাতে রীতিমতো ডাইভ দিতে হয়েছে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১৪তম ওভারে। সেই সময় অ্যালেক্স কেরি ব্যাট করছিলেন। ঋষভ পন্থ ঝাঁপিয়ে আকাশদীপের ওই বলটাকে বাউন্ডারি হওয়া থেকে বাঁচালেও অজি ব্যাটাররা দৌড়ে দুই রান নিয়ে নেন। এতেই খেপে যান রোহিত শর্মা। তিনি হতাশ হয়ে আকাশকে তিরস্কার করেন।

স্টাম্প মাইকে রোহিতকে বলতে শোনা যায়, 'আরে! তোর মাথায় কোনও বুদ্ধিশুদ্ধি আছে?' ভারত অধিনায়কের মুখ থেকে এইসব কথা শুনে ধারাভাষ্যকাররাও হাসাহাসি শুরু করেন। এর কয়েক ওভার পরেই অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম উইকেট নেন আকাশ দীপ।

৭০ রানে থাকা অ্যালেক্স ক্যারি পুল শট খেলেছিলেন। কিন্তু, শুভমান গিল মিড উইকেটে ক্যাচ নেন। অস্ট্রেলিয়া ৪৪৫ রানে শেষ পর্যন্ত থামে। আকাশদীপ ২৯.৫ ওভার বল করেছেন। তিনি ১টি উইকেট এবং ৫টি মেডেন নিয়ে ৯৫ রান দেন। কিন্তু, ভারতের সমস্যা এতেও কাটেনি। ব্যাটিং করতে গিয়ে রীতিমতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার টপ অর্ডার।

৫০-এরও কম রানে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারায়। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে আউট করেন। জশ হ্যাজেলউড সরিয়ে দেন বিরাট কোহলিকে। প্যাট কামিন্স আউট করেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থকে। চা বিরতির সময় কেএল রাহুল ৩০ রানে অপরাজিত ছিলেন, রোহিত শর্মা এখনও রান করতে পারেননি।

ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন আরও প্রায় ২৪৫ রান। এই পরিস্থিতিতে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে ভারতের কাছে ফলো-অন এড়ানোই লক্ষ্য। আর, ড্র নিশ্চিত করার জন্য দীর্ঘসময় ব্যাট করতে হবে টিম ইন্ডিয়ার ব্যাটারদের।

তবেই, মেলবোর্নে যাওয়ার আগে সিরিজ ১-১ ড্র থাকা সম্ভব। জসপ্রীত বুমরা এই ম্যাচের প্রথম ইনিংসে ২৮ ওভারে ৭৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। নিয়েছেন ৭টি মেডেনও। গড় ১১.৭২, স্ট্রাইক রেট ২৭.৩৩। আপাতত ১৮ উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা উইকেট শিকারী।

Rohit Sharma Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy