/indian-express-bangla/media/media_files/2025/01/20/WS8OYQiqpy1WJE6h9Svo.jpg)
Rohit Sharma gesture towards Ravi Shastri: ওয়াংখেড়েতে তারকার মেলা (টুইটার)
Rohit Sharma gesture towards Ravi Shastri: রবিবার মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের ৫০তম বার্ষিক উদযাপনে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এবং সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীর প্রতি যা আচরণ করলেন, তাতে সকলের মন জয় করে নিলেন তিনি।
অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর, শাস্ত্রী, গাভাস্কার এবং অজিঙ্কা রাহানের মতো কিংবদন্তিদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি। মঞ্চে আলোচনার সময়, শাস্ত্রী একটি কোণের আসনে বসেছিলেন। তবে রোহিত তাকে গাভাসকারের মাঝখানে বসার জন্য অনুরোধ জানান। পরে, মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ট্রফি থাকায়, গাভাস্কার তাকে মাঝখানে আসতে বলেন কিন্তু রোহিত অস্বীকার করলেন এবং এক কোণে দাঁড়িয়ে থাকেন।
রবি শাস্ত্রী কোণায় বসেছিলেন কিন্তু রোহিত শর্মা তাকে অনুরোধ করেছিলেন মাঝখানে বসতে। এমন ঘটনাই রোহিতকে আলোচনার শিরোনামে তুলে আনে। ২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটার হিসেবে এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন হিসাবে দুটি আইসিসি ট্রফি জয় করেছেন হিটম্যান।
Ravi Shastri was sitting in the corner but Rohit Sharma requested him to sit in the middle at Wankhede.👌
— Tanuj Singh (@ImTanujSingh) January 19, 2025
- ROHIT SHARMA IS A PURE GEM..!!!! ❤️pic.twitter.com/mPojCX6E70
দুটো আইসিসি ট্রফিই ওয়ানখেড়ে স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছিল। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন, তৃতীয় আইসিসি খেতাব হিসাবে আইকনিক ভেন্যুতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি আনতে বদ্ধপরিকর। রোহিত বলে দেন, তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলির মধ্যে একটি হল মেরিন ড্রাইভের চারপাশে ওপেন-টপ বাস যাত্রার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়ানখেড়েতে নিয়ে আসা।
ছবি তোলার সময় সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রী অধিনায়ক রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফির কাছে দাঁড়াতে বলেন। কিন্তু রোহিত সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে বলে দেন, "আমি নিশ্চিত যে যখন আমরা দুবাই পৌঁছাব তখন ১৪০ কোটি মানুষের শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার সর্বোত্তম চেষ্টা করব এবং ট্রফি ওয়ানখেড়েতে ফিরিয়ে আনব," রোহিত বলছিলেন।
রোহিত মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) দ্বারা আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিয়ে ঝড় তুলে যান। রবিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মহারথীদের একমঞ্চে হাজির করেছিল। ওয়ানখেড়েতে এই অনুষ্ঠানে সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী, সচিন তেন্ডুলকর, ডায়ানা এডুলজি এবং অজিঙ্কা রাহানের মত নক্ষত্ররা মঞ্চে হাজির ছিলেন। উপস্থিত ছিলেন রোহিতও।
ভারত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে। এর পরে ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ যথাক্রমে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে। ভারত শনিবার আট দলের এই টুর্নামেন্টের জন্য তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।