Ind vs Australia: অজিদের জন্য আলাদা গেমপ্ল্যান, 'ফোকাস রাখ'– ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে সতীর্থদের বার্তা রোহিতের

Champions Trophy 2025: সেমিফাইনালের আগে রোহিত শর্মা জানালেন, ভারতের প্রধান লক্ষ্য নিজেদের খেলায় ফোকাস রাখা। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ফল আসবেই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Dressing Room: ভারতীয় ড্রেসিংরুম

Indian Dressing Room: ভারতীয় ড্রেসিংরুম। (ছবি- বিসিসিআই)

Stay Focused, Results Will Follow" – Rohit Sharma Ahead of IND vs AUS Semi-Final: অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকজন বড় খেলোয়াড় ছাড়াই এসেছে—যেমন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং মার্কাস স্টোইনিস। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মতে, এতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের ওপর কোনও প্রভাব পড়বে না।

Advertisment

একইসঙ্গে সোমবার, ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক স্পষ্ট জানান, তাঁদের ওপর অস্ট্রেলিয়া ম্যাচ বলে অতিরিক্ত কোনও চাপ নেই। ভারত এই সেমিফাইনাল ম্যাচেও আগের তিনটি ম্যাচের মতই খেলতে নামবে। রোহিত একথা বললেও, আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভালো না। মেন-ইন ব্লু সর্বশেষ ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তাই এবার বিশেষ সতর্কতা নিয়েছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেই সূত্রের খবর। ভারত অধিনায়ক আত্মবিশ্বাসী, ঠিকমত পরিকল্পনা অনুযায়ী খেললে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব।

রোহিত শর্মা কী বললেন?

টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'দেখুন, ওরা দুর্দান্ত দল। কিন্তু, আমাদের শুধু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে যা আমরা গত তিনটি ম্যাচে করেছি। এই ম্যাচের দৃষ্টিভঙ্গিও একই হবে। আমরা জানি প্রতিপক্ষ কেমন খেলবে এবং তারা কী করতে পারে। মাঝে কিছু চাপের মুহূর্ত থাকবে, কারণ এটা সেমিফাইনাল। তবে চাপটাই স্বাভাবিক ব্যাপার। জয় পেতে গেলে দু'দলকেই একইরকম চাপ সামলাতে হবে।'

Advertisment

আরও পড়ুন- বিশ্বকাপের বদলা! ২৩-এর জবাব ২৫-এ, সুদে-আসলে তুলতে মরিয়া টিম-রোহিত

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি প্রসঙ্গে

অস্ট্রেলিয়া এবার দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই খেলছে। তবে রোহিত মনে করেন, এতে অস্ট্রেলিয়া দলকে দুর্বল ভাবার বিশেষ কারণ নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি, আমাদের দল হিসেবে নিজেদের লক্ষ্যের ওপর মনোযোগী হওয়াটা বেশি দরকার। ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট এবং দল হিসেবে আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া সবসময়ই দুর্দান্ত দল।  আমরা জানি যে ওরা লড়াই করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের কাজের প্রতি মনোযোগ দেওয়া। আমাদের কৌশল ঠিক রেখে এগিয়ে যেতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।'

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Australia Cricket Team