Rohit Sharma: হাঁটুর চোট নিয়ে মেলবোর্ন টেস্টের আগেই আপডেট! কোহলির অফস্ট্যাম্প দুর্বলতা নিয়েও জবাব রোহিতের

Rohit Sharma on his injury: মেলবোর্ন টেস্টের আগেই খুল্লামখুল্লা ক্যাপ্টেন রোহিত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সোজা কথা সোজাভাবে খোলসা করে দিয়েছেন।

Rohit Sharma on his injury: মেলবোর্ন টেস্টের আগেই খুল্লামখুল্লা ক্যাপ্টেন রোহিত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সোজা কথা সোজাভাবে খোলসা করে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা। (ছবি- টুইটার)

Border Gavaskar Trophy: তাঁর হাঁটু নিয়ে কোনও সমস্যা নেই। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন যে তাঁর যথেষ্ট হাঁটু ভালো আছে। খেলতে অসুবিধা হওয়ার কোনও কথাই না। ব্রিসবেন টেস্টের পর অনুশীলন চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন রোহিত।  

Advertisment

৩৮ বছর বয়সি রোহিত হাঁটুতে আঘাত পাওয়ার পরই তিনি এমসিজি টেস্টে খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা ছড়ায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই জল্পনারই অবসান ঘটালেন ভারত অধিনায়ক। তিনি বলেছেন, 'আমার হাঁটু ভালো আছে।' সাংবাদিক বৈঠকে ব্যাটিং অর্ডার নিয়েও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেছেন, 'কে কোথায় ব্যাট করছে, সেটা কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার না। আর, সেটা নিয়ে এখানে আলোচনা করারও ব্যাপার নয়। আমরা দলের জন্য সেরা যে কাজটা করা দরকার, সেটাই করব।'

চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। তিনি পার্থে প্রথম টেস্ট খেলতে পারেননি। তাঁর বদলে এখনও পর্যন্ত সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংসের সূচনা করেছেন কেএল রাহুল। পার্থে দ্বিতীয় ইনিংসে রাহুল ৭৭ রান করেছিলেন। যা দ্বিতীয় ইনিংসে ভারতের বিশাল রানের ভিত্তি তৈরি করেছিল। তারপর থেকে রাহুলই যশস্বীর সঙ্গে চলতি সিরিজে ওপেন করছেন।

Advertisment

কেএল রাহুল ভালো পারফরম্যান্স করায় রোহিত নিজেই নিজের ব্যাটিং অর্ডার ছয়ে নিয়ে গিয়েছেন। তারপরও সিরিজে এখনও পর্যন্ত তিনি সফল হতে পারেননি। ভারত অধিনায়ক গত কয়েক ইনিংসে গড়ে ৬.৩৩ রান করেছেন। সব মিলিয়ে চলতি সিরিজে তাঁর মোট রানের পরিমাণ ১০। রোহিতের পাশাপাশি, বিরাট কোহলি চলতি সিরিজে বেজায় সমস্যায়। অফ-স্টাম্পের বাইরের বল খেলতে নাকানিচোবানি খাচ্ছেন। তবে, পার্থের দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। সেটাই একমাত্র কোহলির বলার মত রান। তবে, পার্থে ভারতীয় দলের ওপেনারদের জন্য টিম ইন্ডিয়া এমনিতেই অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল। কোহলির ইনিংস সেই কারণে ম্যাচ বাঁচানো কোনও ইনিংস ছিল না। 

আরও পড়ুন- ক্যাপ্টেন এমনকি ভাইস ক্যাপ্টেনও করা হয়নি কখনও! টিম ইন্ডিয়ায় অশ্বিনের অপমানে গর্জে উঠলেন গাভাসকার

রোহিতকে যখন কোহলি এবং অফ-স্টাম্পের আশেপাশের বলে বিরাটের সমস্যার ব্যাপারে সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, 'কোহলির অফ স্টাম্প? আপনারা বর্তমান সময়ের এক কিংবদন্তি খেলোয়াড়ের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। আজকালকার কিংবদন্তিরা নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেন।' এই সিরিজে ভারত পার্থে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাজিত করেছে। এডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে। আর ব্রিসবেনে পিছিয়ে থেকেও বৃষ্টির দৌলতে ড্র করেছে। এই পরিস্থিতিতে মেলবোর্নে সিরিজের ফয়সালা করতে উভয় দলই মরিয়া।

Virat Kohli Rohit Sharma Cricket News Indian Cricket Team Team-India Team India