New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Rohit-Sharma-and-R-ashwin.jpg)
হাত বাড়ালেন রোহিত, তোয়াক্কাই করলেন না অশ্বিন! (ছবি-টুইটার)
ভারতকে দিনের প্রথম উইকেট এনে দেওয়ায় অশ্বিনকে ঘিরে গোটা দলই উচ্ছ্বাসে মেতে উঠেছিল। টিমের সিনিয়র স্পিনারকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছিলেন দলের ‘হিটম্যান’ রোহিত শর্মা।
হাত বাড়ালেন রোহিত, তোয়াক্কাই করলেন না অশ্বিন! (ছবি-টুইটার)
রবিবার চতুর্থ দিনে পা রাখল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অ্যাডিলেড ওভালে ভারতকে রীতিমতো চালকের আসনে নিয়ে গিয়েছেন ব্য়াটসম্যানরা। অজিদের জেতার জন্য ৩২৩ রানের টার্গেট দিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং।
ব্যাটসম্যানদের কাজ শেষ। এবার ভারতকে জয়ের রাস্তা দেখানোর দায়িত্ব বোলারদের কাঁধেই। আর এই কাজে শুরুতেই সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে ১১ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ওপেনার মার্কাস হ্যারিস (২৬) শিকার হন মহম্মদ শামির। যদিও ফিঞ্চ রিভিউ নিলে এ যাত্রায় বেঁচে যেতে পারতেন। কারণ স্নিকো মিটার দেখাচ্ছে বলের সঙ্গে ব্যাট বা গ্লাভসের কোনও সংযোগ হয়নি। প্যাডে লেগেই বলটা পৌঁছে যায় ঋষভ পন্থের হাতে।
আরও পড়ুন: দেখুন ফিল্ডিংয়ের ফাঁকে কীভাবে নাচলেন কোহলি!
Another big moment just before tea as Finch opts NOT to review! #CloseMatters#AUSvIND | @GilletteAU pic.twitter.com/2sudnA0KAf
— cricket.com.au (@cricketcomau) December 9, 2018
ভারতকে দিনের প্রথম উইকেট এনে দেওয়ায় অশ্বিনকে ঘিরে গোটা দলই উচ্ছ্বাসে মেতে উঠেছিল। টিমের সিনিয়র স্পিনারকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছিলেন দলের ‘হিটম্যান’ রোহিত শর্মা। হ্যান্ডশেক করার জন্য বেশ কিছুক্ষণ হাতও বাড়িয়ে রেখেছিলেন রোহিত। কিন্তু অশ্বিন তা দেখতেই পেলেন না। অশ্বিনের ওভারের শেষেই চা-বিরতির জন্য দু’দল মাঠ ছেড়েছিল। ভিডিও-তে দেখা যাচ্ছে যে, অশ্বিন অন্য় কারেরা সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলেন যে, রোহিতের তাঁর চোখই পড়েনি। বাধ্য হয়ে রোহিত অশ্বিনের পিঠ চাপড়ে দেন। আর পুরো ঘটনাটা ক্যামেরায় বন্দি হয়ে যায়। অনেকেই টুইটারে এখন এই ভিডিও শেয়ার করতে শুরু করে দিয়েছেন।
This ???? #ausvind pic.twitter.com/IpnaCcFPOD
— Monica (@monicas004) December 9, 2018
শেষ পাওয়া খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ২৩১ রান। তাদের হাতে রয়েছে হাফ ডজন উইকেট। শন মার্শ (২৬) ও ট্র্যভিস হেড (৫) রয়েছেন ক্রিজে। এই টেস্টে এখনই জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ইতিহাসের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। এখন দেখার ভারত জয় পায় কি না!