জুনে টি২০ ওয়ার্ল্ড কাপের আগে আর মাত্র একটিই টি২০ সিরিজ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারত ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। একাধিক প্রচারমাধ্যম সূত্রের খবর, পুরোপুরি ফিট হয়ে না উঠতে পারায় আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের সময়ে বাংলাদেশ ম্যাচে লিটন দাসের শট আটকাতে গিয়ে নিজের ফলো থ্রুতে চোট পান তারকা অলরাউন্ডার। তারপর এখনও ফিট হয়ে উঠতে পারেননি।
জানা যাচ্ছে আফগানদের বিপক্ষে নামতে পারবেন না তিনি। এমনিতে রোহিত শর্মা গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর এই ফরম্যাটে আর খেলেননি। খাতায় কলমে তিনিই নেতা হলেও তাঁর অনুপস্থিতিতে টি২০ ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দিক। আবার হার্দিক চোটের কবলে পড়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে এসে অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব।
হার্দিক এবং সূর্যকুমার দুজনেই আপাতত চোটের কারণে বাইরে। দুজনেই গোড়ালি মচকে সমস্যায় পড়েছেন। আর দুজন চোটের শিকার হওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল টি২০ সিরিজে অধিনায়ক কে হবেন?
গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর জাতীয় দলের ফোকাস ছিল শুধুই একদিনের ম্যাচ। গোটা বছর ধরে তাই বিরাট কোহলি, রোহিত শর্মা এমনকি জসপ্রীত বুমরার মত প্রিমিয়াম তারকা একটাও টি২০ ম্যাচে অংশ নেননি। আর ওয়ানডে বিশ্বকাপ খতম হয়ে যাওয়ার পর ভারতের ফোকাসও আপাতত বদলে গিয়েছে। টেস্ট এবং টি২০ আপাতত ভারতের অগ্রাধিকার। সেই সঙ্গে টি২০ ফরম্যাটে রোহিতের নেতৃত্ব ভবিষ্যৎ নিয়েও প্ৰশ্ন উঠে গিয়েছে। টি২০ ওয়ার্ল্ড কাপে রোহিত নেতা থাকছেন কিনা, তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। এতটাই যে, বোর্ড সচিব জয় শাহ-ও এই বিষয়ে বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন।
জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে প্রাথমিকভাবে রোহিতকে টি২০ ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে খেলানোর প্ল্যানিং ছিল বোর্ডের। তবে রোহিত নিজেই বিশ্রাম চেয়ে নেন। জানা যাচ্ছে, হার্দিক না খেললেও আফগানিস্তানের বিপক্ষে খেলার সম্ভবনা রয়েছে রোহিতের। সেক্ষেত্রে নেতা তিনিই হবেন।
আরও পড়ুন- সেঞ্চুরিয়নে সেঞ্চুরি রাহুলের! ব্যর্থতার মঞ্চে ভারতের মান বাঁচাল KL ক্ল্যাসিক
আইপিএল-এর আগে হার্দিক পুরোপুরি ফিট হয়ে উঠবেন, এমনটাই ধরেই এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতকে সরিয়ে মাত্র কয়েকদিন আগেই বিতর্কিতভাবে মুম্বইয়ের তরফে ক্যাপ্টেন করে দেওয়া হয় হার্দিককে। তারপর আলোচনা, পাল্টা আলোচনার বন্যা বয়ে গিয়েছে। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে যেভাবে স্রেফ এক প্রেস বিবৃতিতে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তা মোটেই ভালভাবে নেননি ক্রিকেট প্রেমীরা। সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় 'বয়কট মুম্বই ইন্ডিয়ান্স' হ্যাশট্যাগও চালু করেছেন। এমন অবস্থাতেই রোহিতের টি২০-র অধিনায়কত্ব প্রাপ্তি।