Advertisment

ওয়ানডেতে টিম ইন্ডিয়ার নতুন নেতা! রোহিত-কোহলিকে নিয়ে বিরাট আপডেট বোর্ডের, চমকের পর চমক

বড়সড় ঘোষণা করল বিসিসিআই

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া (বিসিসিআই, টুইটার)

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। টি-২০'তে নেতা হিসেবে ফিরলেন রোহিত শর্মা। ওয়ানডের নেতা করা হল কেএল রাহুলকে। ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে। তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব সামলাবেন রাহুল। টেস্টেও যথারীতি নেতা হচ্ছেন রোহিত।

Advertisment

হার্দিক পান্ডিয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। সামনেই টি২০ ওয়ার্ল্ড কাপ। সেই জন্যই পূর্ণশক্তির স্কোয়াড গড়া হয়েছে টি-২০'তে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা খেয়াল করেই হেভিওয়েট দল ঘোষণা করা হয়েছে দীর্ঘতম ফরম্যাটে। প্রোটিয়াজ সফরে ভারত তিনটে করে টি২০ এবং ওয়ানডে খেলবে। টেস্ট খেলবে দুই ম্যাচের সিরিজের।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ আগেই জানানো হয়েছিল বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন বোর্ডের কাছে। তাঁর আবেদন মঞ্জুর করে তাঁকে কেবলমাত্র টেস্ট স্কোয়াডেই রাখা হয়েছে।

বোর্ডের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছিলেন, "বিরাট কোহলি বোর্ডের কাছে অনুরোধ করেছেন, তাঁকে যেন সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চান। কবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ফিরতে চান, সেটাও তাঁর তরফে জানানো হবে। এই মুহূর্তে ও বোর্ডকে জানিয়েছে, স্রেফ টেস্ট ক্রিকেটেই ও খেলতে আগ্রহী। এর অর্থ ও দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট খেলতে রাজি।"

নির্বাচনী নির্যাস:

ওয়ানডেতে প্রত্যাবর্তন ঘটল সঞ্জু স্যামসনের। কিছুদিন আগেই চোট সারিয়ে ফিট হয়েছেন রজত পতিদার। তাঁকেও ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে। টানা ওয়ানডে ক্রিকেট খেলার পর সূর্যকুমার যাদবকে এই ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট দলে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার। অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকে আর ভাবা হয়নি টেস্ট স্কোয়াডে। রাহানের জায়গায় শ্রেয়স আইয়ারকে কেন ভাবা হয়েছে, তাঁর যুক্তিও মিলেছে। এর আগে রাহানেকে যখন টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল, তাঁকে চোট পাওয়া শ্রেয়সের বিকল্প হিসেবে স্বল্পমেয়াদি ভিত্তিতে ভাবা হয়েছিল। আর শ্রেয়স এখন পুরোপুরি চোটমুক্ত হওয়ায় আর ফিরে তাকানো হয়নি অজিঙ্কা রাহানের দিকে। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং নির্বাচক মন্ডলী উভয়ই আইয়ারকে রাখার পক্ষে সওয়াল করেছেন।

তবে টেস্ট দলে জসপ্রীত বুমরাজ মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজাদের রেখেই স্কোয়াড গড়া হয়েছে। কুলদীপ যাদবকে রাখা হয়েছে টি২০ স্কোয়াডে।

টিম ইন্ডিয়া টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক)

টি২০ সিরিজে ভারতের স্কোয়াড: যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, মুকেশ কুমার, দীপক চাহার

একদিনের সিরিজে ভারতের স্কোয়াড:

রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার্জ আবেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার

KL Rahul Indian Team Virat Kohli Rohit Sharma BCCI Indian Cricket Team
Advertisment