Rohit Sharma: 'বাদ পড়লেন রোহিত শর্মা?' ইমপ্যাক্ট প্লেয়ারে বড় চমক মুম্বই ইন্ডিয়ান্সের

Rohit Sharma in Impact Sub: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আদৌ ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নামবেন রোহিত শর্মা? হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Rohit Sharma in Impact Sub: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আদৌ ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নামবেন রোহিত শর্মা? হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
ROHIT

মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

চলতি আইপিএল (IPL) টুর্নামেন্টে সোমবার (৩১ মার্চ) আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ আয়োজন করা হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্য়াচে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি প্রশ্ন ইতিমধ্যে ক্রিকেট সমর্থকদের মনে ঘুরপাক খেতে শুরু করেছে। কলকাতার বিরুদ্ধে কি বাদ দেওয়া হল রোহিত শর্মাকে (Rohit )? কিন্তু, কেন এমন প্রশ্ন সমর্থকদের মনে উঁকি মারতে শুরু করেছে? আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

আসলে টসের পর মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে রোহিত শর্মার পাশাপাশি রবিন মিনজের নামও রয়েছে। এখানেই সমর্থকদের খটকা লাগছে। কারণ মুম্বইয়ের হয়ে গত ২ ম্য়াচে রোহিত শর্মা এবং রবিন মিনজ দুজনেই খেলেছেন। তবে আজকের ম্য়াচে এই দুই ক্রিকেটারের মধ্যে যে কোনও একজনই খেলতে পারবেন? যদিও সমর্থকদের একাংশ দাবি করেছেন, রোহিত যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন, সেই ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত দুটো ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স দলের ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। এরপর দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিলেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত সেই ম্য়াচে হিটম্য়ান ৪ বলে মাত্র ৮ রান করেন। তারপর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে রোহিতের উপস্থিতি ঘিরে কানাঘুঁষো শুরু হয়েছিল।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

Advertisment

রায়ান রিকলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর।

মুম্বই ইন্ডিয়ান্সের রিজার্ভ বেঞ্চ

রোহিত শর্মা, করভিন বশ, রাজ বাওয়া, রবিন মিনজ এবং সত্যনারায়ণ রাজু।

কলকাতার বিরুদ্ধে টস জেতার পর হার্দিক পান্ডিয়া বললেন, 'এই উইকেটটা যথেষ্ট ফ্রেশ। দেখেও বেশ ভালো লাগছে। আশা করছি, এই ম্য়াচে পরেরদিকে শিশির পড়বে। সেখানে রান তাড়া করা তুলনামূলক সহজ হবে। এই উইকেটে শুরুর দিকে কিছুটা সুইং দেখা যেতে পারে।' তবে রোহিতকে নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি।

IPL Mumbai Indians Hardik Pandya Rohit Sharma