Advertisment

যুবিকে টপকে এলিট ক্লাবে আসার হাতছানি রোহিতের

India vs West Indies, 3rd ODI: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই ভারতের দখলে চলে আসবে সিরিজ। এদিন চলতি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্য়াচ। এদিন এক অনন্য় রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs West Indies, 3rd ODI: Rohit Sharma on brink of surpassing Yuvraj Singh in elite list

যুবিকে টপকে এলিট ক্লাবে আসার হাতছানি রোহিতের

India vs West Indies, 3rd ODI: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই ভারতের দখলে চলে আসবে সিরিজ। এদিন চলতি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্য়াচ। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে এক অনন্য় রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। আর ২৬ রান করলেই হিটম্য়ান টপকে যাবেন যুবরাজ সিংকে। দেশের জার্সিতে ওয়ানডে ফর্ম্য়াটে সর্বোচ্চ রান সংগ্রাহককারীদের তালিকায় যুবির ওপরে চলে আসবেন রোহিত।

Advertisment

 

২১৭টি ওয়ানডে ম্য়াচে রোহিতের রানসংখ্য়া ৮৬৭৬। সদ্য়ই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো যুবি ৩০৪টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৮৭০১ রান করেছেন। রোহিত যদি যুবিকে ছাপিয়ে যান এদিন, তাহলে দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে সর্বকালের সেরা রানসংগ্রাহকদের তালিকায় সাতে আসবেন তিনি। এক থেকে ছয়ের মধ্য়ে আছেন শচীন তেন্ডুলকর (১৮৪২৬), বিরাট কোহলি (১১৪০৬), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১১৩৬৩), রাহুল দ্রাবিড় (১০৮৮৯), এমএস ধোনি (১০৭৭৩), মহম্মদ আজাহারউদ্দিন (৯৩৭৮)।

আরও পড়ুন: অনন্য় রেকর্ডের সামনে দাঁড়িয়ে কুলদীপ, মাইলস্টোন স্পর্শ করতে প্রয়োজন চার উইকেট

যুবরাজ তাঁর কেরিয়ারে এশিয়া একাদশের হয়ে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্য়াচে ৯২ রান করেছেন। দেখতে গেলে ভারতের হয়ে তাঁর রান সংখ্য়া ৮৬০৯। সেক্ষেত্রে রোহিত তাঁকে টপকে গিয়েছেন আগেই। রোহিত দেশের জার্সি ছাড়া কখনও আন্তর্জাতিক ম্য়াচে খেলেননি।

টিম ইন্ডিয়ার ভাইস ক্য়াপ্টেন বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। চলতি ক্য়ারিবিয়ান সফরে যদিও সেই আগুনে ফর্মে নেই রোহিত। কিন্তু তাঁর ব্য়াট একেবারে নিশ্চুপও নয়। টি-২০ সিরিজে রোহিত প্রথম ম্য়াচে ২৪ রান করেন। ভারত চার উইকেটে জেতে। দ্বিতীয় ম্য়াচে তাঁর ব্য়াট থেকে আসে অর্ধ-শতরান। ৫১ বলে ৬৭ রান করেন তিনি। ভারত ডিএলএস নিয়মে ২২ রানে জেতে। তৃতীয় টি-২০ ম্য়াচে রোহিত খেলেননি। প্রথম ওয়ান-ডে ম্য়াচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় ব্য়াট করার সুযোগ পাননি হিটম্য়ান। দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে রোহিত ১৮ বলে ৩৪ রান করেন।

Yuvraj Singh BCCI Rohit Sharma
Advertisment