/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/sharma.jpg)
প্রথম ভারতীয় হিসাবে ৪০০ ছক্কা হাঁকানোর থেকে এক ধাপ দূরে রোহিত শর্মা
ব্য়াটে রেকর্ড মাখিয়েই ক্রিজে নামেন রোহিত শর্মা। আগামিকাল থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে বিরাট কোহলিরা প্রথম ম্য়াচ খেলবেন রোহিত শর্মাদের সঙ্গে। এই ম্য়াচেও রোহিতের সামনে এক অনন্য় মাইলস্টোন অপেক্ষা করছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ৪০০ ছক্কা হাঁকানোর রেকর্ডের হাতছানি তাঁর সামনে।
এখনও পর্যন্ত বাইশ গজে মাত্র দু'জন ব্য়াটসম্য়ানই পেরেছেন ৪০০ ছয়ের গণ্ডী টপকাতে। তাঁদের মধ্য়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫৩৪টি ছয়) পাকিস্তানের শহিদ আফ্রিদি (৪৭৬টি ছয়)।
How did you like my payback, @KieronPollard55? See you on 6th December! #BrosBecomeFoes#INDvWIpic.twitter.com/qoWsVEjF4c
— Rohit Sharma (@ImRo45) December 3, 2019
আরও পড়ুন-ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান
দেখতে দেখতে রোহিত এক যুগ কাটিয়ে দিয়েছেন বাইশ গজে। রোহিত আর ওভার বাউন্ডারি হাত ধরাধরি করে চলে।৩৯৯টি ছয় মারা হয়ে গিয়েছে তাঁর। এরমধ্য়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে হিটম্য়ান মেরেছেন ৫২টি ছয়। পঞ্চাশ ওভারের সংস্করণে তাঁর ব্য়াট থেকে এসেছে ২৩২টি ছয় ও টোয়েন্টি-টোয়েন্টিতে তাঁর ছক্কার সংখ্য়া ১১৫টি।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয়ের মালিক
ক্রিস গেইল- ৫৩০ ইনিংসে ৫৩৪টি ছয়
শহিদ আফ্রিদি- ৫০৮ ইনিংসে ৪৭৬টি ছয়
রোহিত শর্মা- ৩৫৭ ইনিংসে ৩৯৯টি ছয়
ব্রেন্ডন ম্য়াকালাম- ৪৭৪ ইনিংসে ৩৯৮টি ছয়
একক ক্য়ালেন্ডার বর্ষে সর্বাধিক ৬
৬৬-রোহিত শর্মা (২০১৯)
৭৪- রোহিত শর্মা (২০১৮)
৬৫-রোহিত শর্মা (২০১৭)
৬৩- এবি ডিভিলিয়ার্স (২০১৫)
৫৯- ক্রিস গেইল (২০১২)