'Out Kaun Karega Fir, Main?': আমাকে বল করতে হবে নাকি! ক্ষুব্ধ রোহিতের আওয়াজ এবার জাদেজাকে, তুঙ্গে বিতর্ক

India vs Australia Test, Border Gavaskar Trophy: শুধু অধিনায়ক হিসেবেই নয়। ব্যাটার হিসেবেও শুক্রবারটা রোহিতের ছিল না। তিনি ৫ বল খেলে মাত্র ৩ রানে আউট হয়ে যান। গত দুই টেস্টে সিক্সড ডাউনে খেলেছিলেন রোহিত।

India vs Australia Test, Border Gavaskar Trophy: শুধু অধিনায়ক হিসেবেই নয়। ব্যাটার হিসেবেও শুক্রবারটা রোহিতের ছিল না। তিনি ৫ বল খেলে মাত্র ৩ রানে আউট হয়ে যান। গত দুই টেস্টে সিক্সড ডাউনে খেলেছিলেন রোহিত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma stump mic conversation

Rohit Sharma stump mic conversation: জাদেজার সঙ্গে সেই ভাইরাল ক্লিপে রোহিত শর্মা (স্ক্রিনগ্র্যাব)

India vs Australia Test, Rohit Sharma Viral Clip: ভারত অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স যাই হোক না কেন, মাঠে তাঁর নানা কথাবার্তা দর্শকদের রীতিমতো আনন্দ দেয়। এবার সেইরকমই মাঠে রবীন্দ্র জাদেজার সঙ্গে রোহিতের কথায় মজা কুড়োলেন দর্শকরা। স্ট্যাম্প মাইকে রোহিতকে বলতে শোনা গেল, 'আউটটা কে করবে, আমি?'

Advertisment

এমসিজিতে ৪র্থ টেস্টে জাদেজা তিন উইকেট নিয়েছেন। কিন্তু, মধ্যে দীর্ঘক্ষণ ভারতীয় বোলাররা উইকেট পাননি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে জাদেজাকে লক্ষ্য করে ওই কথা বলতে শোনা গিয়েছে রোহিতকে। রোহিতের সেই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে জাদেজাকে রোহিত বলেছেন, কেউ অস্ট্রেলীয় ব্যাটারদের আউট না করতে পারলে ভারত অধিনায়ককেই শেষ পর্যন্ত বল করতে নামতে হবে। প্রথম ইনিংসের শেষের দিকে সেই সময় অস্ট্রেলিয়ার শেষ জুটি নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড ক্রিজে ছিলেন। ২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফির বক্সিং ডে টেস্টে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তোলেন ৪৭৪ রান।

Advertisment

১২২.৪ ওভারে ১০ উইকেটে অস্ট্রেলিয়া ওই রান তুলেছে। তাদের শেষ জুটি করেছে ১৯ রান। সেই সময়ই এই ম্যাচের সম্প্রচারকারী সংস্থা ঘটনার একটি ভিডিও আপলোড করেছে। যেখানে রোহিতকে বলতে শোনা গিয়েছে, 'ওই দিকে অনেকটা বাউন্ডারি। ওই দিকে আউট হবে না। আউট করলে এদিকেই করতে হবে। তখন কে বল করবে? আমাকেই করতে হবে।'

চলতি ম্যাচের প্রথম ইনিংসে ভারত উইকেট পেলেও অস্ট্রেলিয়া প্রচুর রান করেছে। স্টিভেন স্মিথ ১৯৭ বলে ১৪০ রান করেছেন। প্যাট কামিন্স করেছেন ৬৩ বলে ৪৯ রান। মিচেল স্টার্ক ৩৬ বলে করেছেন ১৫ রান। নাথান লিয়ন ১৮ বলে করেছেন ১৩ রান। অস্ট্রেলিয়া এই বিপুল রান করায় রোহিতের অধিনায়কত্ব এবং ভারতের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।

শুধু অধিনায়ক হিসেবেই নয়। ব্যাটার হিসেবেও শুক্রবারটা রোহিতের ছিল না। তিনি ৫ বল খেলে মাত্র ৩ রানে আউট হয়ে যান। গত দুই টেস্টে সিক্সড ডাউনে খেলেছিলেন রোহিত। সেখানে কিছু করতে পারেননি বলেই এমসিজিতে ওপেনিং পজিশনে নেমেছেন। কিন্তু, সেখানেও ম্যাচের দ্বিতীয় ওভারে মিড উইকেটে ধরা পড়লেন ভারত অধিনায়ক। এর ফলে চলতি সিরিজে চার ইনিংসে গড়ে ৫.৫০ রানে রোহিতের মোট রান দাঁড়াল ২২।

শুক্রবার যে শটে রোহিত আউট হয়েছেন, তার সমালোচনা করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, 'অলসভাবে, সুইচ অন করা হয়নি এরকম মানসিকতা নিয়ে শট নেওয়ার সুযোগ নেই। ও প্রথম থেকেই ভালো হুকার, পিঞ্চ হিটার হিসেবে পরিচিত। কিন্তু, এখানে সেসব কিছুই দেখা গেল না। কিন্তু, ওঁকে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হয়, তবে সেই আগ্রাসী মনোভাব নিয়েই খেলতে হবে। না হলে প্রতিবারই এভাবে ভুল শট নিয়ে আউট হয়ে যেতে হবে।'

Rohit Sharma Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy