মঙ্গলবার বার্মিংহ্য়ামে রোহিত শর্মার ব্য়াটে আগুন জ্বলেছিল। চলতি বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি হাঁকান তিনি। ১২১ মিনিট ক্রিজে থেকে হিটম্য়ান ৯২ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। সাতটি চার ও পাঁচটি ছয়ে নিজের ইনিংস সাজান লোকেশ রাহুলের ওপেনিং পার্টনার ও বিরাট কোহলির ডেপুটি। রোহিতের ব্য়াটে ভর করেই ভারত নির্ধারিত ওভারে ৩১৪ রান তুলেছিল ৯ উইকেট হারিয়ে।
হিটম্য়ানের পাঁচটি বিশাল ছক্কার মধ্য়ে একটি ছক্কা গ্য়ালারিতে এসে পড়ে। সেই বল এসে লাগে ভারতের এক মহিলা সমর্থকের গায়ে। ম্য়াচের পর রোহিত শর্মা সেই ফ্য়ানকে একটি নিজের অটোগ্রাফ করা টুপি উপহার দেন। বিসিসিআই জানিয়েছে যে, সেই ফ্য়ানের নাম মীন। রোহিতের থেকে এই অপ্রত্যাশিত উপহার পেয়ে মীনার মুখে আর হাসি ধরেনি। বোর্ডের পক্ষ থেকে করা টুইটারের ছবিতেই তা স্পষ্ট।
![]()
আরও পড়ুন: ভারতের বাকি ম্য়াচে চারুলতার টিকিট স্পনসর করবেন মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্য়ান
এদিনের ম্য়াচে বছর ৮৭-র এক মহিলা ফ্যানই যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। গলায় তেরঙা স্কার্ফ ঝুলিয়ে আর গালে তেরঙা আঁকিয়ে গ্য়ালারিতে বিরাটদের জন্য় গলা ফাটাচ্ছিলেন চারুলতা। বাঁশি বাজিয়েই বিরাটদের তাতাচ্ছিলেন তিনি। ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে আর টেলিভিশন স্ক্রিনে বারবার তাঁর মুখ ভেসে উঠেছিল। পরে জানা যায় তাঁর নাম চারুলতা প্য়াটেল