Advertisment

Team India on BCCI 10 points: বোর্ডের কড়া নিয়মে এবার প্রকাশ্যে বিদ্রোহ টিম ইন্ডিয়া তারকাদের! ফোঁস করলেন রোহিত নিজেই

Team India on BCCI 10 points: বোর্ডের দশ দফা নীতিতে সন্তুষ্ট নন তারকা ক্রিকেটাররা, মুখ ফস্কে বলেই দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শুনলেন আগারকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma press conference

Rohit Sharma press conference: সাংবাদিক সম্মেলনে রোহিত-আগারকার (টুইটার)

Team India on BCCI 10 points: সম্প্রতি প্রধান কোচ গৌতম গম্ভীরের পরামর্শে ১০ দফা শৃঙ্খলা নির্দেশিকা প্রণয়ন করেছে বিসিসিআই। তবে এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা সরাসরি আপত্তি প্রকাশ করলেন। বিশেষ করে উল্লেখ করে বলে দিয়েছেন, দীর্ঘ সফরে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময়সীমা ১৪ দিনে সীমাবদ্ধ করার বিষয়টি দলের মধ্যে অসন্তোষের কারণ হয়েছে।

Advertisment

রোহিত শর্মা এই বিষয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সেখানেই প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে আলাপচারিতায় রোহিত বলে দেন, "এখন আমাকে সচিবের সঙ্গে বসতে হবে। পরিবার ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে, সবাই আমাকে বলছে।" রোহিত যখন আগারকারের সঙ্গে এমন গোপনীয় আলাপচারিতা চালাচ্ছেন, সেই সময়েই তিনি বুঝতেই পারেননি মাইক্রোফোন অন রয়েছে। রোহিতের গোপন মন্তব্য গণমাধ্যমের উদ্দেশ্যে না হলেও মাইক্রোফোনে ধরা পড়ে।

নির্দেশিকা সম্পর্কে প্রশ্ন করা হলে রোহিত পাল্টা প্রশ্ন করেন, "এই নিয়মগুলো আপনাকে কে বলেছে? এটি কি বিসিসিআইয়ের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এসেছে? অফিসিয়ালি আসতে দিন।"

Advertisment

অন্যদিকে, অজিত আগরকার স্বীকার করেন যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) খসড়া করা হয়েছে। তিনি বলেন, "প্রতিটি দলের কিছু নিয়ম থাকে। আমরা গত কয়েক মাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যেখানে দল হিসেবে উন্নতি করা যায়, আরও ঘনিষ্ঠ হওয়া যায়। এটি কোনও শাস্তি নয়।"

রোহিত ও গম্ভীরের কাজের সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও রোহিত স্পষ্ট করেন, মাঠে তিনি নিজের সিদ্ধান্ত নেন এবং গম্ভীর তার ওপর বিশ্বাস রাখেন। তিনি বলেন, "আমরা দুজনেই খুব স্পষ্ট যে আমরা কী করতে চাই। মাঠে নামার পর গম্ভীর বিশ্বাস করেন অধিনায়ক যা করছেন।"

Gautam Gambhir BCCI Indian Cricket Team Ajit Agarkar Team-India Team India Team India
Advertisment