রোহিতের মতো ছক্কা মারতে চান পাক-তারকা! হিটম্যানে মজে পাকিস্তানও

রোহিতের বিস্ফোরণ দেখার পর আপাতত তারকা ক্রিকেটারের বন্দনায় মেতে ক্রিকেট বিশ্ব। তার মধ্যেই পাকিস্তানের উঠতি তারকা হায়দার আলি জিও টিভি-তে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, আমার আদর্শ হলেন রোহিত শর্মা।

রোহিতের বিস্ফোরণ দেখার পর আপাতত তারকা ক্রিকেটারের বন্দনায় মেতে ক্রিকেট বিশ্ব। তার মধ্যেই পাকিস্তানের উঠতি তারকা হায়দার আলি জিও টিভি-তে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, আমার আদর্শ হলেন রোহিত শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

সেডান পার্কে খুনে মেজাজে রোহিত শর্মা (বীরেন্দ্র শেওয়াগ টুইটার)

ধোনি কিংবা কোহলি নন। কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, কিংবা জো রুট নন। পাকিস্তানি ব্যাটসম্যান হায়দার আলির আদর্শ রোহিত শর্মা। যুব বিশ্বকাপ খেলতে পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে আপাতত হায়দার খেলতে ব্যস্ত। তবে বিশ্বকাপ খেলার মাঝেই খোলসা করলেন তাঁর রোহিত মুগ্ধতার কথা।

Advertisment

সীমিত ওভারের ক্রিকেটে রোহিত আপাতত অপ্রতিরোধ্য। বুধবারেও কার্যত একার হাতে নিউজিল্যান্ডকে বধ করে ভারতকে সিরিজ জিতিয়ে দিয়েছেন তিনি। প্রথমে ৪০ বলে ৬৫ করে যান। পরে সুপার ওভারে ১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ দু-বলে জোড়া ছক্কায় হ্যামিল্টনের সেডান পার্কে টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

আরও পড়ুন ৫ বলেই ২৬ রান! কীভাবে কিউয়ি বোলারদের খুন করলেন রোহিত, দেখুন ভিডিও

রোহিতের বিস্ফোরণ দেখার পর আপাতত তারকা ক্রিকেটারের বন্দনায় মেতে ক্রিকেট বিশ্ব। তার মধ্যেই পাকিস্তানের উঠতি তারকা হায়দার আলি জিও টিভি-তে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, "আমার আদর্শ হলেন রোহিত শর্মা। ওঁর মতো ব্যাটসম্যান হতে চাই। রোহিত শর্মা যেভাবে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে ব্যাটিং করেন, সেরকমভাবে ওঁর ব্যাটিং স্টাইল ফলো করতে চাই।"

Advertisment

এখানেই না থেমে হায়দার আরও জানালেন, "ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করার আমার কাছে স্বপ্নের মতো। আমার লক্ষ্য ওপেনার হিসেবে যত বেশি সম্ভব রান করা। ওপেনার হিসেবে বড় রান স্কোর করতে চাই যাতে দলের শুরুটা সবসময়ে দারুণ হয়।"

আরও পড়ুন রোহিতের ছক্কায় সুপার ওভারে সিরিজ জয় ভারতের! ফের ট্র্যাজিক হিরো উইলিয়ামসন

রোহিতকে আদর্শ করলেও হায়দার আপাতত যুব বিশ্বকাপে ভাল খেলতে পারেননি। এখনও পর্যন্ত তাঁর পাশে মাত্র ১৯ ও ৪ রান। শুক্রবার বেনোনির উইলোমুর পার্কে আফগানিস্তানের বিপক্ষে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচে রোহিত-মন্ত্রে দারুণ শুরু করতে চাইছেন হায়দার।

রোহিতের মন্ত্রে দীক্ষিত হয়ে হায়দার আফগানিস্তানের বিপক্ষে কেমন খেলেন, সেটাই আপাতত দেখার।

Rohit Sharma New Zealand