Advertisment

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে আগুন জ্বালানো গ্রেটাই অনুপ্রেরণা রোহিতের

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার জলবায়ু সম্মেলনে আগুনে বক্তব্য় রেখেছে গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তন সম্পর্কে রাষ্ট্রনেতাদের নিস্পৃহ আচরণের প্রতিবাদে সরব হয় গ্রেটা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma says Greta Thunberg is her inspiration

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে আগুন জ্বালানো গ্রেটাই অনুপ্রেরণা রোহিতের

গত সোমবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার জলবায়ু সম্মেলনে আগুনে বক্তব্য় রেখেছে গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তন সম্পর্কে রাষ্ট্রনেতাদের নিস্পৃহ আচরণের প্রতিবাদে শেষ এক বছর ধরে সওয়াল করছে ১৬ বছরের এই সুইডিশ পরিবেশ কর্মী। নিউ ইয়র্কে গ্রেটার বক্তব্য়েই রাষ্ট্রসংঘের সাধারণ সভার সূচনা হয়েছিল।

-->
Advertisment

আরও পড়ুন: আন্তর্জাতিক জলবায়ু ধর্মঘট আন্দোলন কী ও কেন?

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়েই গ্রেটা রাষ্ট্রনেতাদের কড়া ভাষায় সমালোচান করে। গ্রেটার এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই ভিডিও টুইটারে শেয়ার করে গ্রেটাকে কুর্নিশ জানিয়েছে। টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা এবার গ্রেটার ভিডিও টুইট করলেন। হিটম্য়ান লিখলেন, "গ্রেটা তুমি অনুপ্রেরণা। আগামী প্রজন্মকে একটা নিরাপদ পৃথিবী বানিয়ে দেওযার দায় আমাদেরই। সময় এসেছে পরিবর্তনের।"

আরও পড়ুন: স্কুল ফাঁকি দিয়ে প্রতিবাদ, কিশোরীর নাম উঠে এল নোবেল শান্তির তালিকায়

-->

গ্রেটা এই অনুষ্ঠানে দাঁড়িয়ে রাষ্ট্রনেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে, পরিবেশ রক্ষার নামে নান কর্মসূচী ঠিক করা হলেও তারা সেকথা রাখেননি।

গ্রেটা তাঁর শৈশব নষ্ট করার জন্য় রাজনৈতিক নেতাদের ধুয়ে দিয়েছে। প্রশ্ন তুলেছে কীভাবে তাঁরা এই সাহস পেলেন? এই জলবায়ু সম্মেলনের শেষে সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গাটার্স জানান যে, ৭৭টি দেশ ২০৫০-এর মধ্য়ে কার্বনের ব্য়বহার কমানোর জন্য় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। পাশাপাশি আরও ৭০টি দেশ জলবায়ু পরিবর্তনের জন্য় লড়াই চালাবে বলেও তিনি জানান। শতাধিক বিজনেস লিডররা গ্রিন ইকনমির পথে হাঁটবে বলেই তাঁর ব্য়াখ্য়া।

Rohit Sharma
Advertisment