Advertisment

প্রবল চাপ! অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত, দু-টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট

গত মাসের ১৮ তারিখে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কায়রণ পোলার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নির্বাচনের পরেই শুরু হয়েছিল বিতর্ক। রোহিত শর্মা কেন স্কোয়াডের বাইরে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকার, বীরেন্দ্র শেওয়াগের মত ক্রিকেট ব্যক্তিত্বরা। প্রবল চাপের মুখে অবশেষে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। এমনটাই খবর।

Advertisment

পিটিআইকে দেওয়া বোর্ডের এক কর্তা জানিয়ে দিলেন, "রোহিতের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ফিজিও নীতিন প্যাটেল এবং ট্রেনার নিক ওয়েবের অধীনে রোহিত জাতীয় দলের সঙ্গে থেকে কন্ডিশনিং করবে, এটাই যুক্তিগ্রাহ্য বিষয়। দেখা যাক কী হয়।"

আরো পড়ুন: রোহিত কেন জাতীয় দল থেকে বাদ, দুর্বল যুক্তি দিলেন শাস্ত্রী

এর আগে বিসিসিআইয়ের সূত্রে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় অথবা চতুর্থ টেস্ট ম্যাচ মিস করতে পারেন বিরাট। সেই সময়েই বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি আসার কথা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই জাতীয় দলের খেলা মিস করবেন তিনি। পিটিআইকে বোর্ডের সেই কর্তা বলেছেন, "ক্রিকেটারদের পরিবার সবসময় বোর্ডের কাছে অগ্রাধিকার পায়। যদি পিতৃত্বকালীন ব্রেক নেয় বিরাট, তাহলে কেবলমাত্র দুটো টেস্টের জন্য খেলতে দেখা যাবে বিরাটকে।"

যাই হোক, অস্ট্রেলিয়াগামী সফরে তিন ফরম্যাটের দল বেছে নেওয়া হয়েছে কিছুদিন আগেই। তবে সেই নির্বাচনের দেড় সপ্তাহ অতিক্রান্ত হলেও রোহিতের বাদ পড়া নিয়ে আলোচনা থামছে না। রোহিতের চোট কতটা গুরুতর, তা খোলসা করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে সন্দেহ তৈরি হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রীতিমত পরিচিত মেজাজে হিটম্যানকে দেখে। সেখানে তারকাকে দেখা গিয়েছে বল ওড়াতে। দল নির্বাচনের পর রোহিতের সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, রোহিতের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড।

এত সংশয়ের কারণেই সুনীল গাভাস্কার একহাত নিয়েছেন নির্বাচকদের। রোহিতকে বাদ দেওয়া নিয়ে গাভাস্কার নির্বাচকদের বিঁধে বলে দেন, “নেটে যে এ ভাবে ব্যাট করছে, তার চোট কতটা যে দেড় মাস পরের সফর থেকে বাদ দিতে হল? ওঁর চোটের বিষয়ে জানার অধিকার সকলের রয়েছে।”

তবে বোর্ডের এক কর্তা সেই সময় বলেছিলেন, রোহিতের হ্যামস্ট্রিংয়ের চোটের যা অবস্থা, তাতে হাঁটতে বা ব্যাট করতে সমস্যা হবে না। অসুবিধা হবে দ্রুত সিঙ্গল রান নিতে গেলে। রান নেওয়ার সময়ে জোরে দৌড়তে গেলে অসুবিধা হতে পারে।

তবে রোহিতের বাদ পড়া প্রসঙ্গে মুখ খুলে এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, অস্ট্রেলিয়া সফরে আমরা সম্পূর্ণ সুস্থ রোহিতকে চাই। সুস্থ হলে নির্বাচকরা নিশ্চয়ই ভেবে দেখবেন তাঁকে দলে নেওয়া যায় কিনা।

১২ নভেম্বর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবে। তার আগে দেখা যাক রোহিতের দলে ঠাঁই হয় কি না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma
Advertisment