Advertisment

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার ওপেনারের কেরিয়ারে এটি চতুর্থ আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। এর আগে বিশ্বের কোনও ব্যাটসম্যান দেশের জার্সিতে চারটি টি-২০ সেঞ্চুরি করতে পারেননি। এই নজির তৈরি হল রোহিতের ব্যাটে।

author-image
IE Bangla Web Desk
New Update
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন রোহিত শর্মা

India vs West Indies 3rd T20 LIVE Streaming: কখন আর কোথায় দেখবেন ভারত-উইন্ডিজ তৃতীয় টি-২০

মঙ্গলবার লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ জিতেই সিরিজ পকেটে পুরেছে ভারত। এদিন অনবদ্য ক্রিকেট খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস এসেছে হিটম্যানের ব্যাট থেকে। মাত্র ৫৮ বল খেলেই প্রতীক্ষিত শতরান চলে আসে রোহিতের। টিম ইন্ডিয়ার ওপেনারের কেরিয়ারে এটি চতুর্থ আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। এর আগে বিশ্বের কোনও ব্যাটসম্যান দেশের জার্সিতে চারটি টি-২০ সেঞ্চুরি করতে পারেননি। এই নজির তৈরি হল রোহিতের ব্যাটে।

Advertisment

রোহিত এই ম্যাচে প্রথম উইকেট পার্টনারশিপে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এটাই ম্যাচের জয়ের ভিত লিখে দেয় ভারতের জন্য়। রোহিত এদিন আরও একটি রেকর্ড গড়েন। বিরাট কোহলিকে টপকে দেশের জার্সিতে সবচেয়ে বেশি রান করা টি-২০ ব্যাটসম্যান হয়ে যান। রোহিতের ঝুলিতে এখন ২২০৩ রান। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে রোহিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককারী। তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৭১ রান)। কোহলিকে টপকে যাওয়ার জন্য রোহিতের প্রয়োজন ছিল আর ১১টি রানের। কোহলির আন্তর্জাতিক টি-২০-তে ৪৮.৮৮-এর গড়ে ২১০২ রান করেছেন। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত এই মুহূর্তে ২-০ এগিয়ে। আগামী রবিবার চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-উইন্ডিজ।

আরও পড়ুন: চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের

রোহিত চলতি বছর দুরন্ত ফর্মে ব্যাট করছেন। ওয়ান-ডে ফর্ম্যাটে ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। রোহিতের ঝুলিতে আছে ১০৩০ রান। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে টপকে গিয়েছে তাঁর রান সংখ্যা। মাত্র ১৯ ম্যাচ খেলে হিটম্যান এই মাইলফলক লিখেছেন। ৭৩.৫৭-এর গড়ে এই রান করেছেন রোহিত। উইন্ডিজের বিরুদ্ধে ১৬২ রানের ইনিংসই তাঁর সর্বোচ্চ। এবছর পাঁচটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

India Rohit Sharma
Advertisment