মাঠের মধ্য়ে সচারচর মেজাজ হারাতে দেখা যায় না রোহিত শর্মাকে। আর ক্য়াপ্টেনসির ব্য়াটন হাতে উঠলে তিনি আরও সংযত করে নেন। কিন্তু রাজকোটে আর মাথা ঠিক রাখতে পারলে না হিটম্য়ান। মেজাজ হারিয়ে টিভি আম্পায়ারের উদ্দেশেই গালিগালাজ করে বসলেন তিনি।
এখন প্রশ্ন কেন রেগে গেলেন টিম ইন্ডিয়ার স্ট্য়ান্ড-ইন ক্য়াপ্টেন? বাংলাদেশের ইনিংসের ১৩ নম্বর ওভারের শেষ বলের ঘটনা। ব্য়াট করছিলেন বাংলাদেশের সৌম্য় সরকার। চাহালের গুগলি মিস করেন তিনি। সঙ্গে সঙ্গে পন্থ স্টাম্প উড়িয়ে দেন বল হাতে পেয়েই।
আরও পড়ুন-ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান
আরও পড়ুন-ভিডিও: ঋষভ পন্থের স্টাম্পিংয়ের ভুলে জীবন পেলেন লিটন দাস
অনফিল্ড আম্পায়ারের এই আউট নিয়ে সন্দেহ হয়। তিনি টিভি আম্পায়ারের সাহায্য় চান। টিভি আম্পায়ার আউট বলেই সিদ্ধান্ত জানানো সত্ত্বেও জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে নট-আউট। প্রযুক্তিগত কারণেই এই ভুল হয়। যা দেখেই মেজাজ হারান হিটম্য়ান। তিনি যে গালিগালাজ দেন তা ফুটে ওঠে ক্য়ামেরায়। যদিও আম্পায়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে সৌম্য় আউট।
বাংলাদেশ এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্য়াট করে। নির্ধারিত ওভারে ১৫৩/৬ রান তোলে তারা। জবাবে ২৬ বল হাতে রেখেই ভারত আট উইকেটে ম্য়াচ জিতে সমতায় ফিরিয়ে আনে সিরিজে। তিন ম্যাচের সিরিজ এখন ১-১। ৪৩ বলে ৮৫ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন রোহিত শর্মাই।