Rohit Sharma on Team India's Champions Trophy win:
ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও রোহিত শর্মার প্রতিক্রিয়া
রবিবার ডুবাইয়ে নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল একটি অপরাজিত রেকর্ড গড়ে শিরোপা জিতেছে। এই অপরাজিত ধারাবাহিকতার প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা দলের প্রশংসা করে বলেন, "এত বড় টুর্নামেন্টে একটিও ম্যাচ না হারানো সত্যিই বিশেষ অর্জন।"
রোহিতের কথায়:
"আমরা সব পাঁচটি টস হেরেও টুর্নামেন্টে অপরাজিত থাকলাম এবং ট্রফি জিতলাম। পাঁচ ম্যাচের কোনোটিতেই হার স্বীকার করতে হয়নি। কোনো পরাজয় ছাড়াই শিরোপা জেতা বিশাল ব্যাপার, যা আমাকে গভীর তৃপ্তি দিচ্ছে। স্বীকার করছি, ট্রফি জেতার আগে পর্যন্ত আমরা নিজেরাও এই অপরাজিত রেকর্ডের দিকে নজর দিইনি। কিন্তু জয়ের পর হঠাৎই অনুভব করলাম—পুরো টুর্নামেন্টে আমরা অপরাজিত! এই উপলব্ধি সাফল্যটাকে আরও বিশেষ করে তুলেছে। এই অনুভূতি বর্ণনাতীত," রোহিত জিওহটস্টারকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন।
দলের শক্তি ও মনোভাব: "আমাদের দল অত্যন্ত শক্তিশালী, এবং এত নিবেদিতপ্রাণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে আমি আনন্দিত। প্রত্যেকেই নিজের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন। মাঠে আবেগ চড়া স্বাভাবিক। কখনো কখনো আমি নিজেও আবেগে গা ভাসিয়ে দিই, কিন্তু সবই খেলার প্রতি ভালোবাসা থেকে। মাঠে যে কথাবার্তা হয়, তা কারও ক্ষতির জন্য নয় বা অহংকার দেখানোর জন্য নয়—বরং এটা আমাদের জয়ের লক্ষ্যে প্রতিজ্ঞার প্রকাশ। আমরা জিততে সর্বাত্মক চেষ্টা করি," যোগ করেছেন তিনি।
ঐতিহাসিক রেকর্ড: এই জয়ের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রেকর্ড তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতল (এর আগে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এবং ২০১৩ সালে এককভাবে জয়)।
মাত্র আট মাস আগে বার্বাডোসে টি২০ বিশ্বকাপ জেতান রোহিত, এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে পরপর তিনটি আইসিসি সীমিত ওভারের ইভেন্টে ভারতের ২৩ ম্যাচে মাত্র একটিই হার (ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে)। এই ধারাবাহিকতা ভারতীয় ক্রিকেটের সুনামকে আরও উজ্জ্বল করেছে।