/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/rohit-sharma-and-navdeep-saini.jpg)
রোহিত শর্মা ও নভদীপ সাইনি (টুইটার)
দলের উঠতি প্রতিভা। পেস বোলিংয়ের নতুন তারা হিসেবে ধরা হচ্ছে তাঁকে। আর সেই নভদীপ সাইনিকেই এবার মাথা খাটিয়ে বোলিং করার বার্তা দিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি ২০তে খেলার সময়ে মাঠের মধ্যেই তরুণ তুর্কির উদ্দেশ্যে পরামর্শ ভেসে এল হিটম্যানের তরফ থেকে।
ঘরের মাঠে টি২০ সিরিজে যথারীতি ফেভারিট হিসেবেই শুরু করেছিল ভারত। ধর্মশালায় প্রথম টি২০ ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে মোহালিতে প্রোটিয়াজদের একপ্রকার উড়িয়ে দিয়েই ভারত নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। এমন অবস্থায় বেঙ্গালুরুতে জিতে সিরিজ দখল করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তবে তা হয়নি। বরং অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একপেশেভাবে হেরে গিয়েছে টিম কোহলি।
আরও পড়ুন ভুল বোঝাবুঝি! একই সঙ্গে ব্যাটিংয়ে নেমে পড়ছিলেন শ্রেয়স-ঋষভ
ব্যাটে-বলে ভারতকে কার্যত দাঁড়াতেই দেয়নি প্রোটিয়াজ বাহিনী। সেই ম্যাচেরই এক সময়ে নভদীপের উদ্দেশ্যে রোহিত বার্তা দিলেন। প্রথমে ব্যাটিং করে ভারত নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ১৩৪ রান। সামান্য রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই জয় পায়। ডিককের ৭৯ ও বাভুমা-র ২৯-এ ভর করে প্রোটিয়াজরা সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়ে ১২তম ওভারের ঘটনা। তখন অধিনায়ক কুইন্টন ডিককের সঙ্গে তেম্বা বাভুমা ক্রিজে সহজেই রান তাড়া করছিলেন। ব্রেক থ্রু পাওয়ার জন্য মরিয়া হয়ে সেই ওভারে কোহলি আক্রমণে এনেছিলেন নভদীপ সাইনিকে। তবে তরুণ পেসার হতাশ করেন দলকে। ওভারের পঞ্চম বল ওভার পিচ ফেলেছিলেন। স্কোয়্যার লেগ দিয়ে বল সহজেই বাউন্ডারিতে পাঠান বাভুমা। তারপরেই অসন্তুষ্ট হয়ে পড়েন রোহিত শর্মা। হাত দিয়ে ইঙ্গিত করে মাথা খাটিয়ে বোলিং করার পরামর্শ দেন রোহিত।
— Liton Das (@BattingAtDubai) September 24, 2019
আরও পড়ুন বিরাট হার: দলগত ব্যর্থতার মাশুল দিয়ে হারল ভারত
সেই ওভারের আগে দক্ষিণ আফ্রিকার জন্য জয়ের সমীকরণ ছিল ৫৪ বলে ৪৯। নভদীপ সাইনি শুধু সেই ওভারেই ১২ রান খরচ করায় জয়ের আরও কাছাকাছি পৌঁছে যান ডিককরা। ম্যাচে ২ ওভার বোলিং করে নভদীপ ২৫ রান দেন।
Read the full article in ENGLISH