Rohit Sharma Test captaincy: রোহিত শর্মার ফর্ম এবং ক্যাপ্টেন্সি নিয়ে চূড়ান্ত দোলাচল টিম ইন্ডিয়ায়। এর মধ্যেই খবর, দলের একাধিক সিনিয়র তারকা নিজেদের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে তুলে ধরতে সক্রিয় হয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হেড কোচ গৌতম গম্ভীর দলের ভেঙে পড়া অবস্থা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়েছেন। অনুশাসন আগের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তিনি। পারথে রোহিত ছিলেন না জাতীয় দলের সঙ্গে। সেই সময়ে বেশ কয়েকজন তারকা নেতৃত্বের জন্য লালায়িত ছিলেন। প্রকাশ্যেই তাঁরা জানিয়েছিলেন স্পেশ্যাল কিছু করে দেখাতে চান তাঁরা।
রোহিত না থাকা অবস্থায় একজন সিনিয়র তারকা নিজেকে নিয়ন্ত্রক শক্তি হিসেবে তুলে ধরেছিলেন। তরুণ তারকারা যে নেতৃত্বে উপযুক্ত তা তিনি স্বীকার করতে রাজি ছিলেন না। অন্যদিকে, টানা তিন টেস্টে ব্যাট হাতে শোচনীয় পারফরম্যান্সের পর রোহিত শর্মা তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
অস্ট্রেলিয়ায় আসার আগে নিউজিল্যান্ড তো বটেই এমনকি বাংলাদেশের বিপক্ষেও রানের দেখা পাননি। রোহিত এডিলেডে যোগ দেওয়ার পর উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি। তাই কেএল রাহুলকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিলেন। নিজে ছয় নম্বরে সরে যান। তবে এডিলেড এবং ব্রিসবেনে দুই টেস্টেই ক্রিজে কার্যত খোঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে।
মেলবোর্নে ফিরে গিয়েছিলেন ওপেনিংয়ে। তবে দুই ইনিংসেই শোচনীয়ভাবে ব্যর্থ হন। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলে দেন, দলের ক্যাপ্টেন না হলে, প্ৰথম একাদশে জায়গা হত না তাঁর।
"একজন ক্রিকেটার যে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করেছে, সে যেভাবে খোঁড়াচ্ছে, তাতে মনে হচ্ছে ওঁর ফর্ম ওঁকে সঙ্গ দিচ্ছে না। এমন কেন হচ্ছে যে ও ক্যাপ্টেন বলেই খেলে চলেছে। ক্যাপ্টেন না হলে ও জায়গা পেত না। সেক্ষেত্রে অনেক বেশি সেট টিম নিয়ে নামত পারত ভারত।" বলে দেন ইরফান পাঠান। জানা যাচ্ছে, চলতি সফরের পরেই রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।