New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/rohit.jpg)
ফের নজির রোহিত শর্মার
রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক একদিনের আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৯,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রেকর্ড ঝুলিতে পোরেন রোহিত।
Advertisment
এই লক্ষ্যে পৌঁছতে রোহিতের লেগেছে ২১৭টি ইনিংস। তালিকায় তাঁর ওপরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডে ভিলিয়ার্স (২০৮টি ইনিংস), এবং বিরাট কোহলি (১৯৪টি ইনিংস)।
রোহিত এবং বিরাট বাদে আর যেসব ভারতীয় ক্রিকেটার ৯,০০০ রানের সীমারেখা পার করেছেন, তাঁরা হলেন - শচীন তেন্ডুলকর (১৮,২৪৬ রান), সৌরভ গাঙ্গুলি (১১,২২১ রান), রাহুল দ্রাবিড় (১০,৬৭৮ রান), মহেন্দ্র সিং ধোনি (১০,৫৯৯ রান), এবং মহম্মদ আজহারউদ্দিন (৯,৩৭৮)।
Advertisment