Advertisment

Jay Shah-Rohit Sharma: রোহিতকে এখনই ছাড়ছে না বোর্ড! এই দুই আইসিসি ইভেন্টেও বিশ্বজয়ী ক্যাপ্টেনকে বিরাট দায়িত্ব জয় শাহর

Rohit Sharma WTC final: রোহিতের নেতৃত্বে, ভারত গত সপ্তাহে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানের জয়ের মাধ্যমে তাদের 11 বছরের আইসিসি শিরোপা খরা শেষ করেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI secretary Jay Shah and captain Rohit Sharma.

বিসিসিআই সচিব জয় শাহ ও অধিনায়ক রোহিত শর্মা।

Jay Shah lauds Rohit Sharma: সামনের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই দুই ইভেন্টেই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওয় জয় শাহকে বলতে শোনা গিয়েছে, "রোহিতের নেতৃত্বে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতব, এই বিষয়ে আমি নিশ্চিত।"

Advertisment

রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ১১ বছর পর আইসিসি ট্রফি খরা কাটিয়ে দ্বিতীয়বারের মত টি২০ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগেও রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছেছিল। দুই ফাইনালেই অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয় টিম ইন্ডিয়া।

"এটা আমাদের একই বছরের মধ্যে তিনবার ফাইনাল ছিল। গত বছর জুনের ১১ তারিখে আমরা WTC ফাইনাল হেরেছিলাম অস্ট্রেলিয়ার কাছে। ১৯ নভেম্বর বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে হারতে হয় সেই অস্ট্রেলিয়ার কাছেই। এর আগেও রাজকোটে বলেছিলাম, রোহিতের দল হৃদয় জিতেছিল।"

এমনটা জানিয়ে শাহ ভূয়সী প্রশংসা করেছেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংদেরও। যাঁরা ফাইনালের শেষ পাঁচ ওভারে অবিশ্বাস্য দক্ষতায় ভারতকে হারের মুখ থেকে টেনে তোলেন।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে পাকিস্তানে। এই ইভেন্টে ভারত অংশগ্ৰহণ করবে। তা নিশ্চিত করেছেন জয় শাহ। তবে পাকিস্তানে টিম ইন্ডিয়া খেলতে যায় কিনা, সেদিকে নজর রয়েছে ক্রিকেট বিশ্বের।

ভারত এদিকে টানা তৃতীয়বারের মত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে চলেছে। লিগ টেবিলে ভারত রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারত এখনও তিনটে সিরিজ খেলবে- বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Team India Indian Team Jay Shah Champions Trophy Rohit Sharma BCCI Indian Cricket Team
Advertisment