Advertisment

ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন! নীল জার্সিতে হয়ত আর নেই রোহিত শর্মা

রোহিতের জমানা খতম

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-sharma

বোর্ড সচিব জয় শাহের সঙ্গে রোহিত শর্মা (টুইটার)

বিশ্বকাপ শেষ। আপাতত আগামী বিশ্বকাপের জন্য প্ল্যানিং কষার পর্ব চালু। সবকিছু ঠিকঠাক থাকলে রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেট থেকে অতীত হয়ে যেতে চলেছেন। এমনটাই জানা যাচ্ছে। সীমিত ওভারের দুই ফরম্যাট থেকেই বানপ্রস্থে চলে যাওয়ার জোরালো সম্ভবনা তৈরি হয়েছে।

Advertisment

টি২০ ক্রিকেটে রোহিত যে নেতৃত্ব ছেড়ে দিতে চলেছেন। তা একপ্রকার পাকা। ওয়ানডে ক্রিকেটেও তিনি কতদিন খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দ্রুতই বোর্ডের সঙ্গে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করার জন্য বসবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তিন ফরম্যাটেই বর্তমানে জাতীয় দলের অধিনায়ক তিনি। কোহলি পর্ব খতম হওয়ার পর তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ার নেতা তিনি। সরকারিভাবে তিনি টি২০'তে জাতীয় দলের নেতা হলেও শেষবার দেশের জার্সিতে এই ফরম্যাটে খেলেছেন এডিলেডে টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। তারপর একের পর এক দ্বিপাক্ষিক সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। খেলতে দেখা যায়নি কেএল রাহুল, বিরাট কোহলির মত বাকি দুই সিনিয়রকেও। পরিবর্তে হার্দিক পান্ডিয়া অধিকাংশ সিরিজে স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়ার জায়গায় টি২০'র অস্থায়ী নেতা হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে ভাবা হয়েছে সূর্যকুমার যাদবকে।

টি২০ ক্রিকেট রোহিত যে ছেড়ে দিতে পারেন, এমন সম্ভবনাই আপাতত প্রবল। সেই সঙ্গে ওয়ানডে কেরিয়ারেও ফুলস্টপ ফেলে দিতে পারেন তিনি। আগামী ওয়ার্ল্ড কাপের সময় রোহিতের বয়স দাঁড়াবে ৪০। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত ৩৮-এ পা দেবেন। দুই আইসিসি ইভেন্টেই রোহিতের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়।

ওয়ানডে ক্রিকেটে টিম ম্যানেজমেন্ট আপাতত তরুণ রক্তের আমদানি করতে চায়। যাতে পরবর্তী আইসিসি ইভেন্টে এখন থেকেই দল প্রস্তুত থাকতে পারে। এই প্ল্যানিংয়ে সায় রয়েছে রোহিত শর্মারও। দলের স্বার্থেই সীমিত ওভারের ফরম্যাট থেকে তিনি বুট জোড়া তুলে রাখতে পারেন দ্রুত।

টিম ইন্ডিয়ার এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, "একদিনের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রোহিত বোর্ডকে জানিয়েছিলেন, তাঁকে যে টি২০'র জন্য আর ভাবা হচ্ছে না, তাতে তার পুরোপুরি সায় রয়েছে। সেই কারণেই গত বছর থেকে নির্বাচকদের তরফে একের পর এক প্রতিভাবান তারকাদের জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।

সীমিত ওভারের দুই ফরম্যাটকে বিদায় জানালেও ২০২৫ পর্যন্ত টেস্টে ফোকাস করতে চাইছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জেতা তিনি পাখির চোখ করছেন। টানা দু-বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের পুরোটা খেলেই তিনি টেস্টেও আলবিদা জানাবেন। এর মধ্যে নতুন অধিনায়ককে গ্রুম করার কাজ-ও চালিয়ে যাবেন তিনি।

Indian Cricket Team BCCI Indian Team Rohit Sharma
Advertisment