Advertisment

Rohit Sharma: অবসর নিতে চলেছেন রোহিত শর্মা! বড় পূর্বাভাসে ঝড় তুললেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কিংবদন্তি

Srikkanth on Rohit Sharma: টি২০ বিশ্বকাপ জয়ের পরে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। খেলেন কেবলমাত্র টেস্ট এবং ওয়ানডেতে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Srikkanth: রোহিতের অবসর নিয়ে বড় মন্তব্য শ্রীকান্তের

Rohit Sharma, Srikkanth: রোহিতের অবসর নিয়ে বড় মন্তব্য শ্রীকান্তের (টুইটার)

Rohit Sharma's Test Retirement if Australia Tour Flop: অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ব্যর্থ হলে অবসরের পথে হাঁটতে পারেন রোহিত শর্মা। এমনটাই জানাচ্ছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি আরও বলেছেন, রোহিতের অবসরের পর নতুন অধিনায়কের জন্য যেন টিম ম্যানেজমেন্ট প্রস্তুত থাকে।

Advertisment

চলতি বছরের শুরুতেই বিশ্বকাপ জয়ের পর ত্রয়ী রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছিলেন। তবে বিশ্বকাপ বিজয়ের পর থেকেই ভারতের ক্রিকেটে নেমে এসেছে একের পর এক বিপর্যয়। সাম্প্রতিক কেলেঙ্কারি হিসাবে ধেয়ে এসেছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া।

শ্রীকান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, "সামনের দিকে তাকানোর সময় এসে গিয়েছে। অস্ট্রেলিয়ায় যদি রোহিত শর্মা ভালো করতে না পারে, আমার মনে হয়, ও অবসর ঘোষণা করে দেবে। এরপরে ও ওয়ানডে খেলা চালিয়ে যাবে। ও ইতিমধ্যেই টি২০ থেকে সরে দাঁড়িয়েছে। আমাদের মাথায় রাখতে হবে ওঁরও বয়স হচ্ছে।"

রোহিতের ফর্ম সাম্প্রতিককালে বারবার আলোচনায় উঠে এসেছে। বড় শট খেলায় পারদর্শী রোহিত শেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি করেছেন। কিউইদের বিপক্ষে তাঁকে দেখে মনে হয়েছে পুরোনো ফর্মের ছায়ামাত্র। ৪২.২ গড়ে ৪২৭০ টেস্ট রান করা রোহিত ব্যাটিং অর্ডারের শুরুতে আক্রমণাত্মক খেলতে গিয়ে বারবার নিজের এবং দলের বিপদ ডেকে এনেছেন।

শ্রীকান্ত বলছেন, "ও যে একদমই ভালোভাবে নেতৃত্ব দিতে পারেনি, খারাপ খেলেছে, সেই বিষয় স্বীকার করে নেওয়ার জন্য ওঁকে কুর্নিশ। এটা বড় বিষয়। ছন্দে ফেরার জন্য এটা একজন বড় খেলোয়াড়ের প্রাথমিক ধাপ। নিজের ভুল স্বীকার করে নেওয়া বড় বিষয়। তাছাড়া মানুষ হিসেবেও এটা ওঁর চরিত্রের অন্য বার্তা দেয়। ও এটা খোলাখুলি স্বীকার করেছে। এর অর্থ ও একদম ঠিক পথে এগোচ্ছে। এটা আমার অভিমত।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Indian Team Indian Cricket Team Team India India Cricket Team Rohit Sharma Team-India Team India
Advertisment