/indian-express-bangla/media/media_files/2025/01/15/Tdmx4pphN4QBcp9ZQ6Gw.jpg)
Rohit Sharma to visit Pakistan: বাবর আজমের সঙ্গে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা (টুইটার)
Rohit Sharma to visit Pakistan for Champions Trophy: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই প্রতিযোগিতার আগে পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। পাকিস্তানে অনুষ্ঠিত হলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে নিজেদের সমস্ত ম্যাচই খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
তবে মূল ইভেন্টের আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে পাক মুলুকেই। আর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়ক ফটো সেশনে যোগ দেবেন। সেই উপলক্ষ্যেই রোহিত পা রাখবেন পাকিস্তানে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে সম্পর্কের টানাপোড়েন চলছে। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। তবে আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ অব্যাহত রয়েছে।
রোহিত শর্মার এই সফর ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তানে না গেলেও তিনি পাকিস্তানের স্টেডিয়াম, হোটেল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চাক্ষুস করার সুযোগ পাবেন। রোহিতের পাক ভ্রমণ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক হতে পারে অদূর ভবিষ্যতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা রোহিত শর্মার সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। রোহিত শর্মার এই সফর সফল হলে, তা ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করার এই ঘটনা টিম ইন্ডিয়া তারকা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতেও সহায়ক হবে।