Advertisment

Rohit Sharma on Rishabh Pant dismissal: পন্থের বেহিসেবি শটেই হারল ভারত! কচুকাটা হয়ে ঋষভের ঘাড়ে দায় চাপালেন রোহিত

India vs Australia, Melbourne Test: প্ৰথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বেহিসেবি শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ঋষভ পন্থ। তারপরেই ক্ষুব্ধ রোহিত শর্মা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma on Rishabh Pant:

Rohit Sharma on Rishabh Pant: পন্থকে নিয়ে বড় মন্তব্য রোহিতের (টুইটার)

Rohit Sharma on Rishabh Pant dismissal: মেলবোর্ন টেস্টে হেরেই ঋষভ পন্থের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, ঋষভের থেকে দল কী চায়, তা তাঁকে নিজে থেকেই বুঝতে হবে। সঙ্গে, কোন শট খেলায় ঝুঁকি আছে, সেটাও ঋষভকেই ঠিক করতে হবে।

Advertisment

পঞ্চম টেস্ট শেষে সাংবাদিকদের রোহিত বলেন, 'এটা আজকের ব্যাপার নিয়ে বলছি না। আমরা সবাই হতাশ। পন্থকেই বুঝতে হবে, ওঁর থেকে কী দরকার। অন্য কেউ ওঁকে বলে দিলেই হবে না।' সোমবার মেলবোর্ন ক্রিকেট মাঠে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের চতুর্থ ম্যাচে ভারত ১৫৫ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচের পঞ্চম দিনে ১৮৪ রানের রোমাঞ্চকর জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে, সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ৩ জানুয়ার থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের ৫ম তথা শেষ টেস্ট। তার আগে সোমবারের জয়ের ফলে অস্ট্রেলিয়া মানসিকভাবেও অনেকটাই এগিয়ে গেল। সোমবার ভারতের শুরুটা হয়েছিল বেশ নড়বড়ে ভাবে। ৩৩ রানেই ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া।

আউট হয়ে যান রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলি। তার মধ্যেই ওপেনার যশস্বী জয়সওয়াল ২০৮ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেন। আর ঋষভ পন্থ ১০৪ বলে ২টি চার-সহ ৩০ রান করেন। তাঁদের জুটির কারণেই সোমবার ম্যাচের দ্বিতীয় সেশনে ভারতের কোনও উইকেট পড়েনি।

Advertisment

কিন্তু, এরপর পার্ট-টাইম স্পিনার ট্র্যাভিস হেডের বলে পন্থ আউট হন। যার পর কার্যত ধসে পড়ে ভারতীয় ব্যাটিংয়ের বাকি অংশ। সেটাতেই কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল বলেই সোমবার ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে বোঝানোর চেষ্টা করেন রোহিত।

তিনি বলেন, 'একজন অধিনায়কের পক্ষে সবসময় সবকিছু দেখে ওঠা সম্ভব হয় না। ও এর আগে বহু সাফল্য পেয়েছে। তবে কোনটা করলে ভালো হবে, কোনটাতে খারাপ, সেটা ওঁকেই ঠিক করতে হবে। খেলার বিশেষ পরিস্থিতিতে যেখানে ঝুঁকি আছে, সেখানে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কি না, সেটা নিজেকেই ঠিক করতে হবে। ঝুঁকি নিলে প্রতিপক্ষ দলের সুবিধা হবে কি না, সেটাও বাছতে হবে নিজেকেই। আমি ঋষভকে বহুদিন ধরে চিনি। আর, ও কেমন খেলে, সেটাও জানি।'

ভারতের উইকেটরক্ষক-ব্যাটার সম্পর্কে কার্যত ক্ষোভ প্রকাশ করে রোহিত আরও বলেন, 'আগেও আমরা নিজেদের মধ্যে এসব নিয়ে অনেক কথা বলেছি। তাই, এটা বলা যাবে না যে আমি ওঁকে কিছুই বলিনি। অথবা, এটাও বলা যাবে না যে দল কী চায় সেটা ও জানে না। কিন্তু, তারপরও ও এসব করে। আর, এর ফল হাতেনাতে পায়। ওঁকে কোনও কাজ করতে বলা আর না বলার মধ্যে এটাই ফারাক।'

চা বিরতিতে পন্তকে কী বলা হয়েছিল? এ নিয়ে প্রশ্নে রোহিত হেসে বলেন, 'ও একজন ভালো খেলোয়াড়। দুর্ভাগ্যবশত ও আউট হয়ে যাওয়ায় আমরা দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছি। আমরা জানি যে এর ফলটাও খুবই খারাপ হয়েছে।

এই পিচে প্রতিওভারে ৬ রান পাওয়া কঠিন ছিল। কিন্তু, যখন আমাদের ৭ উইকেট বাকি, সেই সময় আমরা ভালো জায়গায় ছিলাম। আমরা কখনই ভাবিনি যে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারব। ওঁকে শুধু বলা পরিস্থিতি অনুযায়ী খেল।'

Rishabh Pant Team India Team-India Border-Gavaskar Trophy Indian Cricket Team India Cricket Team Rohit Sharma
Advertisment