Advertisment

Kohli-Rohit: কোহলি-রোহিতকে দলে নিয়েও বিপদে ভারত! বিশ্বকাপে ভুগবে টিম ইন্ডিয়া, উঠে এল পরপর কারণ

T20 Rohit Virat: জুনে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজই হবে ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ খেলা। ভারতীয় দলের কোচ স্বীকার করেছেন যে এই বছরের টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতির মত সময় ভারতীয় দলের হাতে নেই। তাই দল বাছাই করতে ম্যানেজমেন্টকে আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করতেই হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
T20। World Cup। Virat Kohli। Rohit Sharma

Virat Kohli Rohit Sharma: কোহলি দলে ফিরলে কি শুভমন প্রথম একাদশ থেকে বাদ পড়বেন?

Virat Kohli Rohit Sharma Comeback: তাপমাত্রা সিঙ্গেল ডিজিট, কনকনে ঠান্ডা। তারপরও টিম ইন্ডিয়ার বাসের জন্য সেই চরম ঠান্ডা সহ্য করে অপেক্ষা করছিলেন ভক্তরা। ভারতীয় ক্রিকেটের বিগ টু- বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মাকে শুধু একঝলক দেখার জন্য ভক্তদের এই অপেক্ষা। পরে, টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বিনি ক্যাপ পরে মিডিয়াকে জানান, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম ম্যাচে থাকছেন না। পরবর্তী দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে। রোহিতের ফ্লাইট দেরি করেছে। তিনি একঘণ্টা দেরিতে স্টেডিয়ামে পৌঁছেছেন। বিরাটকে প্রথম ম্যাচে না-পাওয়া। রোহিতের ফ্লাইটের দেরি যেন টিম ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতির সঙ্গে সমার্থক। যে পরিস্থিতি রোহিত এবং বিরাটকে দলে নেওয়ার পরে তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্ট এখনও স্থির করতে পারেনি, টি২০ দলে বিরাট-রোহিতের পজিশনটা ঠিক কোথায় হবে?

Advertisment

দ্রাবিড় নিশ্চিত করেছেন যে টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে, ১৪ মাস পরে টি২০ খেলতে নামা রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'আমরা রোহিত আর জয়সওয়ালকে দিয়ে ওপেন করাব। দলের স্বার্থ সবার আগে। দল ডান-বাম কম্বিনেশনে জোর দিতে চায়।' কিন্তু, এখানেই তৈরি হয়েছে সমস্যা। জয়সওয়াল এবং রোহিত ওপেন করলে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী শুভমন গিলকে তিন নম্বরে নামতে হয়। আর, কোহলি দলে ফিরলে তিনিই খেলবেন তিন নম্বরে। সেক্ষেত্রে শুভমনকে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে। ইন্দোর-বেঙ্গালুরুতে কি তেমন পরিস্থিতিই তৈরি হবে?

নাকি ওপেন করবেন কোহলি-রোহিত?
শোনা যাচ্ছে, বিরাট এবং রোহিতকে ওপেনিং জুটি হিসেবে রাখারও চেষ্টা করতে পারে টিম ইন্ডিয়া। এই সম্ভাবনার দরজাও খোলা রেখেছেন দ্রাবিড়। তিনি বলেন, 'কোনও পথই বন্ধ নেই (রোহিতের সঙ্গে কোহলি ওপেনিং করতে পারেন)। আমাদের নিঃসন্দেহ নেই যে রোহিত এবং কোহলির মত খেলোয়াড়রা যে কোনও পজিশনে নিজেদের সেট করে নিতে পারবেন। সব ক্ষেত্রে ডানহাতি, বামহাতি কম্বিনেশনের কথা ভাবলে চলে না। পাশাপাশি তিলক, রিংকু, জয়সওয়ালও ভালো। শেষ কথা বলবে পারফরম্যান্স।'

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় ৫-৫ বার বিধ্বংসী ইনিংসেও ব্রাত্য তারকা! বোর্ডের চরম রাজনীতি প্রকাশ্যে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অভাব?
জুনে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজই হবে ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ খেলা। ভারতীয় দলের কোচ স্বীকার করেছেন যে এই বছরের টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতির মত সময় ভারতীয় দলের হাতে নেই। তাই দল বাছাই করতে ম্যানেজমেন্টকে আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করতেই হবে।

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'গত টি২০ বিশ্বকাপের পরে, আমাদের ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হয়েছিল। টি২০ ফরম্যাটের দিক থেকে বিচার করলে এবার ওডিআই বিশ্বকাপের পরে খুব বেশি খেলা নেই। এর প্রস্তুতির জন্যও হাতে প্রচুর সময় নেই। তাই আমাদের ঘরোয়া ক্রিকেটের ওপর, আইপিএলের ওপরও নির্ভর করতে হচ্ছে। ছেলেরা এখানে টি২০ খেলবে। সেই সঙ্গে আইপিএলও খেলা হয়ে যাবে। আমরা এখানে (আইপিএল) টিম হিসেবে একসঙ্গে খেলার সুযোগ না-ও পেতে পারি। তাই আমাদের কেবল মানিয়ে নিতে হবে।'

আরও পড়ুন- কোহলিকে নিয়ে আপ্লুত রোনাল্ডো! ছবি দেখেই লাগামছাড়া উন্মাদনা কিংবদন্তি ফুটবলারের

দ্রাবিড়ের স্বীকারোক্তি
দ্রাবিড় বলেন, 'গত কয়েক বছরে বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট হয়েছে। সেগুলোর মধ্যে অনেকগুলোই ব্যাক-টু-ব্যাক ছিল। এই ইভেন্টের জন্য তাই হাতে বেশি সময় নেই। এখন প্রচুর খেলা হচ্ছে। সব খেলোয়াড়ের সব ম্যাচ খেলা অসম্ভব। আমাদের গুরুত্বপূর্ণগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে তিন ফরম্যাটেই খেলা ছেলেদের তো সেটা দিতেই হবে। যেমন এই সিরিজেই বুমরাহ (জসপ্রিত), জাদেজা (রবীন্দ্র), সিরাজ (মহম্মদ) থাকছে না। এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ আছে। তাই, গত দুই বছর ধরেই সবসময় (দল বাছাইয়ে) জাগলিং-এর কায়দায় চলতে হচ্ছে।'

আরও পড়ুন- কুৎসিত গালি খেয়ে পেট ভরেছিল রোহিতের, সাক্ষী ছিলেন বাংলার তারকা! বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে

ঘরোয়া ক্রিকেটে ফেরার পথে ঈশান
বুধবারই ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে ঈশান কিষাণকে টি২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, টিম ম্যানেজমেন্ট দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের আগে তাঁকে বিরতি নিয়ে বলায়, ঈশান ক্ষুব্ধ হয়েছিলেন। যাইহোক, দ্রাবিড় জানিয়েছেন যে বামহাতি ঈশান নিজেকে ঘরোয়া ক্রিকেটে ফের একবার প্রমাণ করে জাতীয় দলে ফিরে আসবেন। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'ঈশান কিষাণ নিজেই দক্ষিণ আফ্রিকায় বিরতির জন্য অনুরোধ করেছিলেন। আমরা রাজি হয়েছি। আমি নিশ্চিত যে তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন। আর, নিজেকে জাতীয় দলে নির্বাচনের জন্য তৈরি করবেন।' যার অর্থ, ঈশানের আইপিএলের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের।

Virat Kohli Rohit Sharma T20 Indian Cricket Team Indian Team Afganistan T20 World Cup
Advertisment