ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল দুই ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি। কেরিয়ারে একের পর এক শৃঙ্গ আহরণ করেছেন দুই সুপারস্টার। এখনও ভারতীয় ক্রিকেটকে টানছেন দুজনে। তবে দুই মহাতারকাই আপাতত মধ্য তিরিশে। কতদিন জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে দুজনকে, তা নিয়ে এখন থেকেই সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে ফের একবার খেলতে দেখা যাবে দুজনকে। দেশের মাটিতে নামবেন দুই মহারথী। তবে আর কতদিন, সেই নিয়েই এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবেগে ভেসে না গিয়ে সৌরভ জানাচ্ছেন, পারফরম্যান্সই ঠিক করে দেবে দুজনের জাতীয় দলের স্থায়িত্ব।
স্টার স্পোর্টস-এ সৌরভ বলে দিয়েছেন, "প্ৰথম বার, শেষবার- এরকম কথাবার্তায় বিশ্বাসী নই। সবসময় পারফরম্যান্সে বিশ্বাস করি। ওঁরা ৩৪-৩৫। পরের বিশ্বকাপে কী হবে, জানি না। প্রত্যেক বছরেই এখন বিশ্ব পর্যায়ের টুর্নামেন্ট- ৫০ ওভার, টি২০ ওয়ার্ল্ড কাপ খেলা হয়।"
"আমাদের সময়ের মত এখন নয়। যখন প্রত্যেক চার বছর অন্তর বিশ্বকাপ হত। মধ্যে আসত চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পুরোটাই পারফরম্যান্স ভিত্তিক। আমার মনে হয়, বিরাট এবং রোহিত একজন ক্যাপ্টেন হিসাবে ব্যক্তিগত কারণে নয়, দল হিসাবেই চ্যাম্পিয়ন হতে চাইবে। এটাই সবথেকে বড় ব্যাপার হবে।"
Read the full article in ENGLISH