Advertisment

Hyderabad Test: রোহিতের জায়গায় বিরাট থাকলে, ভারত হারত না, টিম ইন্ডিয়ায় আগুন লাগানোর চেষ্টা ভনের

Team India: এক দশকে টেস্ট ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার হারল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ২০১৪ থেকে হিসেব করলে টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে ঘরের মাঠে জয় বা পরাজয়ের অনুপাত ভারতেরই রেকর্ড সবচেয়ে ভালো।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli। Rohit Sharma। T20 World Cup

IND vs ENG Test: কোহলি প্রথম দুটি ম্যাচে ছুটি নিয়েছেন। (ফাইল ছবি)

Virat Kohli-Michael Vaughan: পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ভারতে খেলতে এসেছে ইংল্যান্ড। তার প্রথমটি ইতিমধ্যেই হায়দরাবাদে হয়ে গিয়েছে। আর, তাতে হেরেছে ভারত। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ভারত ২৮ রানে পরাজিত হয়েছে। এক দশকে টেস্ট ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার হারল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ২০১৪ থেকে হিসেব করলে টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে ঘরের মাঠে জয় বা পরাজয়ের অনুপাত ভারতেরই রেকর্ড সবচেয়ে ভালো। স্বভাবতই ভারতের পরাজয় বিশ্বক্রিকেটেও বিস্ময় জাগিয়েছে। এবার সেনিয়ে মুখ খুললেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তবে, ভারতের ভালোর চেয়েও টিম ইন্ডিয়ার সংসারে আগুন ধরানোই যেন তাঁর লক্ষ্য। ভনের উসকানিমূলক মন্তব্যের মধ্যে এমনটাই যেন স্পষ্ট হয়েছে।

Advertisment
  • হায়দরাবাদ টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল।
  • দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২০২-এ থমকে যায়।
  • রোহিত শর্মার বর্তমান বয়স ৩৬ বছর।

হায়দরাবাদে প্রথম ইনিংসে ভারতের ১৯০ রানের লিড ছিল। টিম ইন্ডিয়া ৪২০ রান করেছিল। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ২০২ রানে গুটিয়ে যায়। আর, টিম ইন্ডিয়ার এই পরাজয় নিয়েই মন্তব্য করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভন। তিনি এই প্রসঙ্গে টেনে এনেছেন বিরাট কোহলিকে। এই সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। সেই অনুযায়ী, প্রথম দুটি টেস্ট ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু, বিরাট বাকি তিনটি ম্যাচেও ফিরবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। তার মধ্যেই কোহলির সমর্থকরা অবিলম্বে তাঁকে প্রথম একাদশে ফেরানোর আবেদন তীব্র করেছেন।

সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন মাইকেল ভন। তিনি বলেছেন, রোহিত শর্মার বদলে বিরাট কোহলি ভারতের অধিনায়ক হলে টিম ইন্ডিয়া সিরিজের প্রথম ম্যাচে হারত না। এই ব্যাপারে ভন ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে বলেছেন, 'তারা (কোহলির সমর্থকরা) টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্বকে অত্যন্ত মিস করেছে। গত সপ্তাহে বিরাটের অধিনায়কত্বে খেললে, ভারত ওই ম্যাচ হারত না।'

অবশ্য শুধু বিরাটের প্রশংসাই নয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্বেরও কড়া সমালোচনা করেছেন। মাইকেল ভন বলেছেন, ৩৬ বছর বয়সি রোহিতকে উদ্যমহীন দেখিয়েছে। ইংল্যান্ডের ব্যাটারদের এবং তাঁদের বাজবল পদ্ধতির বিরুদ্ধে রোহিতের মধ্যে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। এই ব্যাপারে ভন বলেন, 'রোহিত একজন কিংবদন্তি এবং একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু, আমি বুঝতে পারছি, ও এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম রোহিত শর্মার অধিনায়কত্ব খুব ভালো। পরিসংখ্যানটাও ভালোই। কিন্তু, মাঠে তাঁকে তেমন কোনও কৌশল নিতে দেখলাম না। বোলিং পরিবর্তন নিয়েও তেমন সক্রিয়তা দেখলাম না।'

আরও পড়ুন- কোহলির মাকে জড়িয়ে ভয়ানক গুজব, হুলুস্থূল হতেই মুখ খুললেন ভাই বিকাশ

রোহিতের আগে বিরাট কোহলিই ছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। ২০২২ সালের জানুয়ারিতে বিরাট কোহলি তাঁর ভূমিকা থেকে সরে যান। এর পরে রোহিত টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব গ্রহণ করেন। রোহিতের অধিনায়কত্বে ভারত এখনও পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচের মধ্যে আটটি জিতেছে। আর, পাঁচটিতে হেরেছে। যার মধ্যে দুটি হার এসেছে ঘরের মাঠে। অন্যদিকে অধিনায়ক কোহলির পরিসংখ্যান সব টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে সেরা। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি ম্যাচের মধ্যে ৪০টিতে জিতেছে। যার মধ্যে ১০টিরও বেশি ম্যাচে জয়ের কান্ডারি ছিলেন কোহলি নিজেই।

England Cricket Team Indian Cricket Team Virat Kohli Rohit Sharma
Advertisment