Rohit Sharma and Virat Kohli future after Champions Trophy: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার জানিয়ে দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দলের প্রত্যেকের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।
বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট থেকে বাদ পড়ার পরে রোহিত তার অবসর সম্পর্কে সমস্ত আলোচনাকে থামিয়ে দিয়েছেন। তবে দুই সুপারস্টার ফর্মের জন্য জন্য প্রাণপাত করছেন, সেই সময় প্ৰথম একাদশে কোহলির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।
দলের রূপান্তর প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আগরকার বলেছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও এক মাস সময় রয়েছে। এই ক্রিকেটাররাই একদিনের ক্রিকেটে অসাধারণ সমস্ত পারফর্মার... চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলে আমরা দেখব, সবাই কোথায় রয়েছে। তা মূল্যায়ন করার জন্য আমাদের হাতে কিছুটা সময় বেশি থাকবে। শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক আলোচনাই নয়, আমরা ভবিষ্যতে কোথায় থাকব, তা নিয়েই বিবেচনা করা হবে। কিন্তু এই মুহূর্তে পুরো ফোকাস একদিনের ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে।"
অস্ট্রেলিয়ায় ভারতের ১-৩ ব্যবধানে পরাজয়ের সময় দুই ব্যাটসম্যানের টেস্ট ফর্ম প্রশ্নবিদ্ধ হয়েছিল। মাত্র তিনটি টেস্ট খেলে রোহিতের গড় ছিল ৬.২০, অন্যদিকে পার্থে অপরাজিত সেঞ্চুরি করার পরেও কোহলিও তেমনভাবে নজর কাড়তে পারেননি, তার গড় ছিল ২৩.৭৫।
রূপান্তরের এমন আলোচনা তীব্র হওয়ার মুহূর্তেওই দুই সুপারস্টারের ওয়ানডে ফর্ম ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেন কিনা, সেটা ছিল দেখার। রোহিত সোমবার নিশ্চিত করেছেন যে তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তাদের আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলবেন।
কোহলিকেও দিল্লির রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচের জন্য দলের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোহলির যদিও ফিটনেস সমস্যা রয়েছে। তিনি দিল্লির হয়ে অংশগ্রহণ করেন কিনা, তা পুরোটাই নির্ভর করবে ফিটনেসের ওপর।